রবিবার, ১৭ জুলাই, ২০২২, ০৬:৫১:৪৬

দুই তারকার ঠিকানা এখন জেল, একই সেলে দালের মেহেন্দি ও সিধু!

দুই তারকার ঠিকানা এখন জেল, একই সেলে দালের মেহেন্দি ও সিধু!

বিনোদন ডেস্ক: ভারতের পাঞ্জাবের দুই তারকা নভজ্যোৎ সিং সিধু ও দালের মেহেন্দি। একজন টেলিদুনিয়ার পাশাপাশি রাজনীতির ময়দানে ছুটে বেড়িয়েছেন, আরেকজন গান গেয়েই বলিউড কাঁপিয়েছেন। সেই দুই তারকা সিধু-দালেরের ঠিকানা এখন জেলে। 

আরও নিদিষ্ট করে বললে পাঞ্জাবের পাটিয়ালা জেল। দুই দিন আগেই, ২০০৩ সালের এক মানবপাচার মামলায় জেল সাজা হয়েছে দালের মেহেন্দির। যে খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। জামিনের আবেদন করেও লাভ হয়নি। 

আবেদন নাকচ করে দিয়েছে আদালত। ফলে গ্রেপ্তার হতে হয় দালের মেহেন্দিকে। সেই সুপারহিট গায়কই এখন পাঞ্জাবের পাতিয়ালা জেলের ১০ নম্বর ওয়ার্ডে রয়েছেন। সেখানেই নাকি রাখা হয়েছে নভজ্যোৎ সিং সিধুকেও। দুই তারকাই পুরনো মামলায় কারাদ'ণ্ড পেয়েছেন। 

৩৪ বছর আগে পথদু'র্ঘটনায় এক যুবকের মৃ'ত্যু মামলায় ১ বছরের জেল সা'জা হয় নভজ্যোৎ সিং সিধুর। গত মে মাসের ২০ তারিখ থেকেই পাতিয়ালার জেলে বন্দি প্রাক্তন তারকা ক্রিকেটার তথা রিয়ালিটি শোয়ের বিচারক এবং কংগ্রেস নেতা সিধু। 

বিশেষ ডায়েট মেনে সিধুর জন্য আলাদা খাবার ব্যবস্থাও করা হয়েছে। যা নিয়ে তুমুল হইচইও হয়েছিল পাঞ্জাবের রাজ্য-রাজনীতিতে। অন্যদিকে, দালের মেহেন্দির জন্য বিশেষভাবে সেরকম কোনও ব্যবস্থা করা হয়নি। জেলের সাধারণ কয়েদিদের মতোই তার খাবার জুটছে। ভারতের সংবাদমাধ্যম সূত্রে খবর, একই সেলে রয়েছেন দুই তারকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে