বিনোদন ডেস্ক : বিতর্কীত একটি জগৎ থেকে অনেকদিন আগেই বলিউডে পা রেখেছেন সানি লিওন। এরইমধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন। তবে নতুন বছরে বক্স অফিসে হাততালি কুড়োবেন কি না, তা ভবিষ্যৎ বলদেবে। কিন্তু আপাতত বছরের শুরুতেই নাম করা এক তারকার তারিফ কুড়িয়ে নিলেন সানি লিওন। তার সঙ্গে নিলেন এমন একটি সিদ্ধান্ত, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
আর কোনও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করবেন না সানি লিওন। দিল্লি সরকারের আবেদনে সাড়া দিয়ে সানি জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে আর কখনো তাকে এই ধরনের বিজ্ঞাপনে দেখা যাবে না।
তবে এই মুহূর্তে একটি পান মশলার বিজ্ঞাপনে কাজ করার কথা রয়েছে সানির। মাঝপথে সেই চুক্তি ছেড়ে বেরিয়ে আসবেন কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছেন তিনি। মানসিকভাবে তিনি যে আর পান মশলার বিজ্ঞাপন করতে চান না, তেমন ইঙ্গিত মিলেছে। সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে এ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করছেন সানি।
এই সিদ্ধান্ত যদি প্রশংসা পাওয়ার দাবি রাখে, তা হলে আর একটি বৈশিষ্ট্যের জন্য বলিউডে ‘ঠোঁটকাটা’ হিসেবে পরিচিত ঋষি কাপুরের তারিফ কুড়িয়েছেন সানি। বিতর্কীত জগৎ থেকে বলিউডে পা রাখার পরেও তার গা থেকে এখনো সেই তকমা মুছে যায়নি, তা নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে সানি দুঃখ প্রকাশ করেছেন। ঋষি কাপুর মনে করেন, যেভাবে, বিশেষ করে বিভিন্ন সাক্ষাৎকারে সানি এই বিষয়টিকে সামাল দেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
১৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই