সোমবার, ১৮ জুলাই, ২০২২, ০৪:১৬:০০

এস আই টুটুলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তানিয়া

এস আই টুটুলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তানিয়া

বিনোদন ডেস্ক : দুই যুগের বেশি সময়ের দাম্পত্যজীবন তানিয়া আহমেদ ও এস আই টুটুলের। এ বছর অভিনেত্রী-গায়ক জুটি দিয়েছেন বিচ্ছেদের খবর। এরইমধ্যে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টুটুল।

১৯৯৯ সালে বিয়ে করেছিলেন টুটুল ও তানিয়া। বিয়ে ভাঙার বিষয়ে তানিয়া আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সমঝোতার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়েছে। বিষয়টি অনেকটা গোপনই ছিল। ও (টুটুল) ওর জীবন নিয়ে ভালো থাকুক। এখানে আমার মন্তব্যের কিছু নেই।’

এদিকে, এস আই টুটুল জানান, ‘আমি, তানিয়া আলাদা ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়।’

উল্লেখ্য, তানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর গত ৪ জুলাই টুটুল ফের বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম শারমিনা সিরাজ সোনিয়া। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী টেলিভিশন উপস্থাপক। 

নতুন বিয়ে প্রসঙ্গে টুটুল বলেন, ‘তানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর থেকে নিউইয়র্কে কনসার্টসহ নানা কাজে আমার যাতায়াত। সেখানে রিয়েলিটি শো থেকেই সোনিয়ার সঙ্গে আমার পরিচয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে