বিনোদন ডেস্ক: বর্তমানে ইন্টারনেটে এখন ভাইরাল বলিউড তারকাদের লুক অ্যা লাইকদের নিয়ে। ঐশ্বরিয়া থেকে ক্যাটরিনা, শাহরুখ খান সকলেরই হামশকল চলে এসেছে বাজারে। আর তাদের খুঁজে বের করার দায়িত্ব নিয়েছেন নেটিজেনরা।
সম্প্রতি দীপিকা পাড়ুকোনের হামশকলের খোঁজ পাওয়া গেল। দেখতে হুবহু দীপিকা পাড়ুকোন, বাঙালি এই তরুণীকে দেখলে চমকে উঠবেন আপনিও। যতদিন গিয়েছে তত যেন স্টাইলিশ এন্ড গ্ল্যামারস লুকে দেখা গিয়েছে দীপিকাকে। বলিউডের পাশপাশি হলিউডেও কাজ করছেন দীপিকা।
বাঙালি এই তরুণী নাম ঋজুতা। আর ঋজুতাকে একেবারে বলিউড ডিভার মতো দেখতে হওয়ায় তার অনুগামীর সংখ্যাও বাড়ছে ক্রমশঃ। সোশ্যাল মিডিয়ায় বলিউড ডিভাদের ডুপ্লিকেট দিন দিন বেড়েই চলেছে। এদের নিয়েই এখন নেটিজেনরা মেতে রয়েছেন।
চেহারায় তো মিল আছেই। বিশেষ করে চোখ ও তাকানোয় রয়েছে সাদৃশ্য। তা ছাড়াও পোশাক আশাক, স্টাইল চুল বাঁধা ও ছবি তোলার ধরনেও মিল খুঁজে পান নেটিজেনরা। সেই চোখ, সেই তাকানো, সেই ভ্রু, সেই হাসি। অবিকল যেন দীপিকা। ঋজুতা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন।
দীপিকার মতো দেখতে হওয়ায় সোশ্যাল মিডিয়ায় আধিপত্য রয়েছে ঋজুতার। সর্বত্র তাকে নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই তার ছবিতে মন্তব্য করে প্রশ্ন করছেন তিনি কী দীপিকা পাড়ুকোন? ঋজুতা নিজেও সম্ভবত জানেন তার সঙ্গে দীপিকার লুকের মিল রয়েছে। বিভিন্ন সময় দীপিকার মত পোজ দিয়ে ছবি দিতে দেখা গিয়েছে তাকে।
কলকাতার মেয়ে ঋজুতায় পেশায় ডিজিটাল কনটেন্ট মেকার। বং তনয়া ঋজুতার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। প্রায় ৪৯.৭ হাজার। দীপিকার মতো দেখতে হওয়ায় ঋজুতা রাতারাতি বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন। বলিউডের মাস্তানির মতো একেবারে যমজ এমন মেয়ে খুঁজে পেল নেটনাগরিকরা, পুরো নাম ঋজুতা ঘোষ দেব। সূত্র: ওয়ান ইন্ডিয়া