সোমবার, ১৮ জুলাই, ২০২২, ০৫:০২:৩৬

এই বিচ্ছেদের খবর শুনে বুকটা হুহু করে উঠল মাহিয়া মাহির

এই বিচ্ছেদের খবর শুনে বুকটা হুহু করে উঠল মাহিয়া মাহির

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের দীর্ঘ ২৩ বছরের সংসার ভেঙে গেছে। গত বছরই তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ করেছেন। শুধু তাই নয়, নতুন করে সংসারও পেতেছেন টুটুল। 

যুক্তরাষ্ট্র প্রবাসী সোনিয়াকে বিয়ে করেছেন এই গায়ক। টুটুল-তানিয়া দেশের শোবিজে অন্যতম সফল ও নন্দিত দম্পতি ছিলেন। তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসায় হতবাক ভক্তরা। এছাড়া শোবিজের অন্য তারকারাও অবাক হয়েছেন।

এই বিচ্ছেদের খবর শুনে বুকটা হুহু করে উঠেছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। মাহির মনেও ধাক্কা দিয়েছে টুটুল-তানিয়ার ডিভোর্সের খবর। ফেসবুকে অকপটে বলেও ফেললেন সে কথা। মাহি বললেন, ‘তানিয়া আপু, বুকটা হুহু করে উঠল। তবুও যার যেখানে শান্তি মেলে, তার ঠাঁই সেখানেই হোক। শুভকামনা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে