বিনোদন ডেস্ক : বলিউডে পথচলা শুরু সলমনের হাত ধরে, একাধিক ছবিতে তাঁর নায়িকাও হয়েছেন। আজও সলমনকে ঠিক চিনে উঠতে পারেননি ক্যাটরিনা কইফ।
বলিউডের জমিতে টিকে থাকা যাঁর জন্য, ছবিতে নায়িকা হওয়ার স্বপ্নপূরণ যাঁর হাত ধরে, তাঁকেই অচেনা মনে হত মাঝেমাঝে। অনিশ্চিতও মনে হত কখনও কখনও।
সবার সামনে কখন যে কী বলে বসবেন সলমন খান, সেই ভয়ে সিঁটিয়ে থাকতেন ক্যাটরিনা কইফ। ছবির প্রচারে গিয়ে মুম্বইয়ের সংবাদ সংস্থাকে এমনটাই বললেন অভিনেত্রী।
‘ভাইজান’কে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ক্যাট বলেন, ‘‘অনেক সময়ে সলমনের সঙ্গে সাক্ষাৎকার দিতে বসতে হয়েছে। তখন সলমন যে কখন কী বলে বসবে, সেই ভয়েই কাঁটা হয়ে থাকতাম। ওর কথা কী ভাবে শেষ হবে, তার কোনও ঠিক থাকত না।’’-আনন্দবাজার