বিনোদন ডেস্ক : বিয়ের দু মাসের মাথাতেই খুশির খবর দিয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের আড়াই মাসের মধ্যেই অন্তসত্তা হওয়ার কথা জানিয়েছেন তিনি। এমন একটা খবর একেবারেই অপ্রত্যাশিত ছিল সকলের কাছেই।
খবর পাওয়ার পর খুশিতে মেতে উঠেছেন সকলেই। রণবীর-আলিয়ার ভক্তরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তবে এবার আরও বড়সড় খবর প্রকাশ্যে এল। আলিয়াকে নিয়ে আরেক তথ্য ফাঁস করলেন রণবীর!
বাবা হওয়া তো আর সহজ নয়, তাই এখন থেকেই ট্রেনিং নেওয়া শুরু করে দিয়েছেন রণবীর কাপুর। কাজের মাঝেই চলছে প্রাকটিস। এদিকে আলিয়া নিজের প্রথম হলিউড ছবির শুটিং সেরে ফেলেছেন।
বর্তমানে মাতৃত্বকালীন বিরতি নিয়েছেন তিনি। অন্যদিকে স্বামী রণবীর ব্যস্ত রয়েছেন শীঘ্রই রিলিজ হতে চলা ‘শামসেরা’ ছবির প্রচার নিয়ে। তবে কাজের পাশাপাশি স্ত্রী ও হবু সন্তানের জন্য ঠিকই সময় বের করে নিচ্ছেন অভিনেতা।
আলিয়ার মা হবার খবর প্রথম প্রকাশ্যে আসার পর থেকেই তাদের নিয়ে চর্চা আলোচনার শেষ নেই। একাধিক জল্পনা শোনা গিয়েছে। তবে সম্প্রতি রণবীরের মন্তব্যে এক নতুন জল্পনা শুরু হয়েছে। কি সেই মন্তব্য?
আসলে সম্প্রতি ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। সেখানেই তাকে দুটো সত্যি কথা আর একটা মিথ্যে কথা বলার জন্য অনুরোধ করা হয়।
এরপর খানিকক্ষণ ভেবে নিয়ে তিনি বলেন, ‘আমি যমজ সন্তানের বাবা হতে চলেছি। একটা বড় পৌরাণিক ছবিতে কাজ করতে চলেছি আর আগামী দিনে কাজ থেকে একটা লম্বা বিরতি নিতে চলেছি।’ রণবীরের এই মন্তব্য নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে।
যদিও কোন দুটো মিথ্যে আর কোনটা সত্যি সেটা অভিনেতা স্পষ্ট করে বলেননি রণবীর। তবে নেটিজেনদের মতে, ব্রহ্মাস্ত্র ছবিতে কাজ করছেন তিনি তাই পৌরাণিক ছবিতে কাজ করছেন এটা সত্যি।
আর প্রায় ৪ বছর পর আবারও কামব্যাক করেছেন তিনি, সাথে ব্রহ্মাস্ত্র পার্ট ১ অর্থাৎ আরও পর্ব রিলিজ হবে। তাই বড় বিরতি নিতে চলেছেন এই কথাটা মিথ্যে হিসাবেই ধরে নেওয়া যায়।
তাহলে একটা সত্যি একটা মিথ্যে হয়ে গেলে আরেকটা সত্যিই বাকি থাকে। আর সেটা হল যমজ সন্তানের বাবা হচ্ছেন রণবীর।
সুতরাং খুশি দ্বিগুণ হয়ে গিয়েছে কাপুর পরিবারে, আর নেটিজনরাও দারুন খুশি হয়ে গিয়েছেন আলিয়ার যমজ সন্তানের খবর আগে ভাগে ফাঁস হয়ে যাওয়ায়। তবে এই বিষয়ে রণবীর বা আলিয়া কেউ কোনো মন্তব্য করেননি।