মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ০৯:০০:৫৭

দলে দলে এমনভাবে এসেছে যে, তা দেখে আমি মুগ্ধ: অনন্ত জলিল

দলে দলে এমনভাবে এসেছে যে, তা দেখে আমি মুগ্ধ: অনন্ত জলিল

বিনোদন ডেস্ক : দিন দ্য ডে সিনেমা প্রসঙ্গে অভিনেতা অনন্ত জলিল বলেছেন, আমরা যখন ছোটবেলায় মাঠে ফুটবল খেলা দেখতাম এখন সেই অবস্থা সিনেমা হলে। একটা জিনিস সত্যিই খুবই ভালো লেগেছে যে, ছবি দেখে আমরা মজা পাচ্ছি। 

তিনি বলেন, দর্শকরা যখন হলে আসে তখন যে মজা করে, শিস বাজিয়ে নিজেদের আনন্দ প্রকাশ করছে। এই যে কষ্ট করেছি (সিনেমা নির্মাণের সময়) রাস্তাঘাট, পাহাড়-পর্বত, উটের থেকে পড়ে দুই হাড্ডি ডিসপ্লে হয়ে গেছে-এই কষ্টগুলো এখন আর মনে থাকছে না। 

সোমবার রাতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে 'দিন দ্য ডে' সিনেমা দেখা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

অনন্ত জলিল বলেন, আমি স্কুল ছাত্র-ছাত্রীদের আমার সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছিলাম। ফেসবুকে একটি ভিডিওবার্তায় ওই আহ্বান জানিয়েছিলাম। তারা এমনভাবে সাড়া দিয়েছে। তাতে আমি অভিভূত। দলে দলে এমনভাবে এসেছে যে, তা দেখে আমি মুগ্ধ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে