মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ০১:০২:২৪

থাইল্যান্ডের সুউচ্চ ভবন থেকে অনন্ত জলিলের লাফ দেওয়ার চেষ্টা

থাইল্যান্ডের সুউচ্চ ভবন থেকে অনন্ত জলিলের লাফ দেওয়ার চেষ্টা

বিনোদন ডেস্ক: বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত গার্মেন্ট ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিল। এবারের ঈদে এই অভিনেতার ‘দিন-দ্য ডে’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। অনন্ত জলিল হলিউড অভিনেতা টম ক্রুজকে অনুসরণ করেন।

শুধু তাই নয় টম ক্রুজ আরব আমিরাতের সুউচ্চ ভবন থেকে লাফ দিয়েছিলেন যেমন তেমনিভাবে অনন্ত জলিলও লাফ দিতে চেয়েছিলেন। কিন্তু অনুমতি দেবে না বলে সে পথে পা বাড়াননি। তবে একেবারে যে পিছুটান দিয়েছিলেন তা নয়। 

তার ভাষায়, টম ক্রুজ যদি এত উঁচু থকে লাফ দিতে পারেন, তাহলে তিনি কেন পারবেন না? এ কারণেই অনন্ত থাইল্যান্ডের সুউচ্চ ভবন থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছেন। তবে স্ত্রী বর্ষার জন্য সে ইচ্ছাও পূরণ হয়নি।

এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, “টম ক্রুজ ‘মিশন ইম্পসিবল’ সিনেমায় যখন বুর্জ আল খলিফার চূড়া থেকে জাম্প করে, আমার তখন থেকেই ইচ্ছা এ রকম উঁচু বিল্ডিং থেকে লাফ দেওয়ার। বুর্জ খলিফায় ও রকম শুটিং করতে আমাদের কেউ দেবেও না। টম ক্রুজ বলে হয়তো দিয়েছে। আমি চিন্তা করলাম থাইল্যান্ডের এমন উঁচু একটা বিল্ডিং থেকে শট দেব। ” 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জলিল বলেন, “ব্যাংককে পাতু নামের এমন একটা বিল্ডিং আছে। আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম। তারা নানা কারণ দেখিয়ে রাজি হচ্ছিল না। তখন ওরা দিল না। পাতায়াতে একটা বিল্ডিং ভাড়া নিলাম ২৩ তলা। ওই ২৩ তলা থেকে জাম্প করার জন্য আমি যখন সম্পূর্ণ রেডি, জাম্প না ঠিক বিল্ডিংয়ে পা দিয়ে হেঁটে নেমে যাওয়া।”

অনন্ত বলেন, “বর্ষা যখন কার্নিশের কাছে গিয়ে দেখল আমাকে। তখন এসে বলল, ‘তুমি এই শট দিতে পারবা না।’ এটা কিছুতেই সম্ভব না। এভরিথিং রেডি, শট দিতে পারব না মানে? আমাকে শট দিতেই হবে। ও তখন মন খারাপ করে ক্যারাভানে এসে বসে রইল। বলল আমাকে শট দিতে দেবে না।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে