বিনোদন ডেস্ক: বিদ্যা সিনহা মিম বিয়ে করেছেন। ব্যাংকার স্বামী সনি পোদ্দার। মিমের সঙ্গে কিভাবে যোগাযোগ ও সম্পর্ক, সে নিয়ে এক রহস্য রয়েই গেছে। কখনোই পরিষ্কার করেননি কেউই। মিমের শোবিজ দুনিয়া প্রসঙ্গেও কথা বলতে শোনা যায়নি সনিকে।
এবারে মিমের সিনেমা দেখতে গিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন তিনি। শুধু তাই নয়, সবিস্তারে জানালেন ফেসবুকে। প্রেমিক থাকা অবস্থায়ই মিমের সিনেমা দেখতেন সনি। এমনটাই জানিয়ে তিনি বলেন, "আমি যখন মিমের বয়ফ্রেন্ড ছিলাম, তখন সিনেমা হলে একা বসেই তার সিনেমা উপভোগ করেছি।"
সনি বলেন, "বিয়ের পর মিমের অভিনীত প্রথম মুক্তি পাওয়া সিনেমা 'পরাণ'। আজকে ব্লকবাস্টার সিনেমায় এই প্রথম দুজন একত্রে বসে মিমের সিনেমা দেখলাম। সাথে দেখলাম দর্শকদের আনন্দ ও উচ্ছ্বাস! পরাণ আমার পরাণে জায়গা করে নিয়েছে, আর মিম তো সব সময়ই পরাণেই আছে।"
মিমের স্বামী হিসেবে সনি পোদ্দার গর্বিত। বিষয়টি সরাসরি ঘোষণা করলেন। সেই সাথে বললেন, "বিদ্যা সিনহা মিমের স্বামী হিসেবে আমি গর্বিত। তবে বিয়ের আগে 'পরাণ' সিনেমাটা দেখলে, অনন্যা চরিত্রটির সাথে সম্পর্ক করার আগে কিছুটা হলেও ভেবে দেখতাম। আমি ভাগ্যবান, পর্দার অনন্যার সাথে বাস্তবের বিদ্যা সিনহা মিমের কোনো মিল নেই। "