মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ০৪:৫৭:০০

ট্রাফিক আইন ভাঙলে আটকাবেন কারিনা কাপুর

ট্রাফিক আইন ভাঙলে আটকাবেন কারিনা কাপুর

বিনোদন ডেস্ক: ট্রাফিক আইন ভাঙছেন? সাবধান! রাস্তায় ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে এবার সতর্ক করবেন কারিনা কাপুর খান। হ্যাঁ, ট্রাফিক আইন ভাঙলে আটকাবেন কারিনা কাপুর। তাও আবার খোদ ভারতের রাজধানী দিল্লিতে।

রাজধানীর রাস্তায়, ট্রাফিক সিগনালে 'পু' হয়ে হাজির থাকবেন বোবো। সিগনাল ভেঙে কোনও গাড়ি এগোলেই নিজস্ব স্টাইলে বাধা দেবেন 'পু'। পথ যাত্রীরা যাতে ট্রাফিক আইন মেনে চলেন, তার জন্য কোনও প্রচেষ্টা বাদ রাখেনি দিল্লি পুলিশ। তবে লাভের লাভ কিছুই হয়নি। 

তাই এবার অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে। দিল্লি পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি মিম ক্লিপ শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় লাল সিগনাল থাকা সত্ত্বেও একটি গাড়ি না থেমে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই 'কভি খুশি কভি গম'-এর 'পু' হয়ে লাল সিগনালে ধরা দিচ্ছেন কারিনা। 

আর বলছেন, 'কৌন হ্যায় ইয়ে জিসনে পু কো দুবারা মুর কর নেহি দেখা।'। ভিডিওটি শেয়ার করে ক্যাপশানে লেখা হয়েছেন, 'কে এই ট্রাফিক আইন লঙ্ঘনকারী? পু অ্যাটেনশন চান, তাই ট্রাফিক লাইট ফলো করুন।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে