বুধবার, ২০ জুলাই, ২০২২, ০২:২৮:৪৪

আবার মা হচ্ছেন কি? অবশেষে মুখ খুললেন কারিনা কাপুর

আবার মা হচ্ছেন কি? অবশেষে মুখ খুললেন কারিনা কাপুর

বিনোদন ডেস্ক: লন্ডনে বেড়াতে গিয়েছিলেন। ডায়েটের তোয়াক্কা না করেই পেটপুজো করেছেন। তাতেই মেদ বেড়েছিল। আবার মা হচ্ছেন নাকি? তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন কারিনা কাপুর? রসিকতা করেই অবশেষে মুখ খুললেন কারিনা কাপুর।  

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সাইফ-পত্নী কারিনা। সেখানেই মনের কথা জানান বোবো, নানা ছবি-ভিডিও শেয়ার করেন। লন্ডনে থাকলেও নতুন করে মা হওয়ার খবরটি কারিনার নজরে পড়েছে।

তার জবাব দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, “আরে পাস্তা আর ওয়াইনের ফল… শান্ত হোন… আমি অন্তঃসত্ত্বা নই…সাইফের মতে দেশের জনসংখ্যায় তার একটু বেশিই অবদান রয়েছে।”

২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেছিলেন কারিনা। বিয়ের চার বছর পর প্রথম সন্তান তৈমুরের জন্ম দেন অভিনেত্রী। তার পাঁচ বছর পর দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর ওরফে জেহর জন্ম হয়। দুই সন্তান ও স্বামীর সঙ্গে লন্ডনে যান কারিনা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে