বুধবার, ২০ জুলাই, ২০২২, ০৪:৪৩:২৩

নিজের ছোট ভাইয়ের সঙ্গে কেন এমন করলেন সুস্মিতা সেন?

নিজের ছোট ভাইয়ের সঙ্গে কেন এমন করলেন সুস্মিতা সেন?

বিনোদন ডেস্ক: ললিত মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে গত কয়েকদিন ধরেই তুমুল আলোচনায় রয়েছেন বলিউড নায়িকা সুস্মিতা সেন। আবার এরই মাঝে ঘটে গেছে আরও এক ঘটনা। নিজের ছোট ভাইয়ের সঙ্গে কেন এমন করলেন সুস্মিতা?

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নিজের ছোট ভাই রাজীব সেনকেই নাকি আনফলো করে দিয়েছেন সুস্মিতা সেন! কয়েকদিন আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে তার। এই ঘটনাতে কি ভাইয়ের ওপর চটেছেন সুস্মিতা?

সেটা নিয়েই ভাবছেন অনেকে। কারণ রাজীবকে আনফলো করলেও তার সাবেক স্ত্রী চারুর প্রোফাইলে এখনও রয়েছেন সুস্মিতা। ললিত মোদির সঙ্গে সুস্মিতার রোম্যান্টিক ছবি প্রকাশ্যে আসার পর সংবাদমাধ্যমের সামনেও মুখ খুলেছিলেন রাজীব। 

তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে বড় বোনের সঙ্গে কথা বলবেন। গোটা ঘটনায় একটা বিষয় স্পষ্ট যে, ভাই-বোনের সম্পর্ক এখন মোটেই ভালো যাচ্ছে না। টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী চারু আসোপাকে ২০১৯ সালের ৭ জুন বিয়ে করেছিলেন রাজীব। 

রাজীব সেনের সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তের ছবি মুছে দিয়েছেন চারু। গত বছর নভেম্বরে তাদের ঘর আলো করে এসেছিল মেয়ে জিয়ানা। সন্তান সাত মাসে পা দিতেই শোনা গেল বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন দুজন। চারুর দাবি, রাজীব নাকি মোটেই ভালো বাবা নয়। বাবার দায়িত্ব একেবারেই পালন করেন না তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে