বুধবার, ২০ জুলাই, ২০২২, ০৫:১২:৩৯

আমাদের নম্বর জোগাড় করে বলিউড থেকে কল করেছে: বর্ষা

আমাদের নম্বর জোগাড় করে বলিউড থেকে কল করেছে: বর্ষা

বিনোদন ডেস্ক: ১০০ কোটি টাকা বাজেটের সিনেমা দিন-দ্য ডে। সিনেমাটির নায়ক-প্রযোজক অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। এবার বর্ষা দাবি করলেন, ‘দিন-দ্য ডে’ সিনেমার খবর পৌঁছে গেছে বলিউডেও। 

সেখান থেকে নাকি তার কাছে ফোন এসেছে। তারা ভূয়সী প্রশংসাও করেছেন। মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসের একটি বিশেষ শোতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন দাবি করেন নায়িকা।

বর্ষা জানান, বলিউডের সবচেয়ে বড় ইনস্টাগ্রাম পেজ থেকে ফোন করে তাদের প্রশংসা করা হয়েছে। বর্ষা বলেন, “বিগ বাজেটের সিনেমা এত সুপারহিট হয়েছে, যার জন্য আসলে প্রাউড করার মতো।”

তিনি বলেন, কোনও একটা দেশে একটা ঘটনা ঘটলে কী হয়; সেটা সমালোচিত হোক আর আলোচিত হোক, সুপারহিট কোনও কিছু হলে, ব্লকবাস্টার কিছু হলে গেলে; যেমন বিদেশের নিউজ আপনারা করছেন, সেভাবে কিন্তু বলিউড পর্যন্ত পৌঁছে গেছে।

নায়িকা আরও বলেন, বাংলাদেশে একটা সিনেমা হয়েছে ‘দিন : দ্য ডে’; তারা আমাদের নম্বর জোগাড় করে কল করেছে। দেখেন, ইন্ডিয়ার মতো জায়গার সাংবাদিকেরা আমাকে ফোন করে বলছে, ‘অভিনন্দন, তোমরা বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করেছ’। আর কী পাওয়া।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে