বিনোদন ডেস্ক: বলিউডের বিরুদ্ধে কঠিন অভিযোগ আনলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে তনুশ্রী লিখলেন, তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে টার্গেট করা হচ্ছে! এমনকী, খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছে।
তবে তিনি কিছুতেই ভয় পাবেন না। তনুশ্রী তার পোস্টে স্পষ্ট লিখলেন, ‘আমাকে হেন'স্তা করা হচ্ছে। আমি বুঝতে পারছি আমাকে টা'র্গে'ট করা হচ্ছে। কখনও আমাকে বলিউডে কাজ পেতে দেওয়া হচ্ছে না, কখনও আবার আমার কাজের লোককে দিয়ে আমার খাবারে বিষ মেশানোর চেষ্টা করা হচ্ছে।’
তনুশ্রী বলেন, ‘আমার গাড়ি ভাঙা হয়েছে দুইবার। এভাবে দিনের পর দিন চলছে। ফ্ল্যাটের সামনে আজব আজব ঘটনা ঘটছে। বলিউডে এখনও মাফিয়া রাজ চলছে। তারাই এটা আমার সঙ্গে করছে আমি নিশ্চিত। তবে আমি একটুও ভয় পাচ্ছি না।’
নায়িকা আরও বলেন, ‘ওরা যদি মনে করে, যে আমি ভ'য়ে আত্মহ'ত্যা করব। তাহলে ভুল ভাবছে। আমি এতটাও ভিতু নই। আমি মিটু কালপ্রিট এবং যে স্বেচ্ছাসেবী সংস্থার কথা ফাঁ'স করেছি তারাই আমাকে মে'রে ফেলার চেষ্টা করছে। তোমাদের লজ্জা হয় না!’