বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ০২:১৩:৪৯

প্রথম বলিউড ছবির ট্রেলারে বড় চমক দিলেন দক্ষিণী তারকা বিজয়

প্রথম বলিউড ছবির ট্রেলারে বড় চমক দিলেন দক্ষিণী তারকা বিজয়

বিনোদন ডেস্ক: মা'রকা'টারি এন্ট্রি, পেশি ফুলিয়ে ভরপুর অ্যাকশন। চোখের চাউনিতেই উপচে পড়ছে রাগের আগুন! হ্যাঁ, ঠিক এইভাবেই বলিউডে পা দিচ্ছেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা। ছবির নাম ‘লাইগার’। 

কিছুদিন আগে ছবির প্রথম ঝলকেই চমক দিয়েছিলেন বিজয়। আর এবার ট্রেলারে বুঝিয়ে দিলেন, বলিউডে রাজ করতে একেবারে তৈরি তিনি। প্রথম বলিউড ছবির ট্রেলারে বড় চমক দিলেন দক্ষিণী তারকা বিজয়।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় খুব বড় নাম। বিজয়ের ছবি মুক্তি পেলেই অনুরাগীরা ঝাঁপিয়ে পড়েন। বক্স অফিস নিজের হাতের মুঠোতেই রাখেন বিজয়। ফ্যানেরা বলছেন, বলিউডেও চলবে বিজয়ের জয়যাত্রা। তারই ইঙ্গিত ‘লিগার’ ছবির ট্রেলারে।

ট্রেলারে আভাস মিলল, মুম্বাইয়ের বস্তির এক চাওয়ালা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতে নেওয়ার গল্প। সঙ্গে ঘা'ত, প্রতিঘা'ত, ব'দলা। রয়েছে প্রেম ও বিরহও। করণ জোহরের ধর্মা প্রোডাকশনে তৈরি এই ছবিতে বিজয় দেবেরাকোন্ডা ছাড়াও রয়েছে অভিনেত্রী রম্যা কৃষ্ণান।

‘লিগার’ সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু সহ পাঁচটি ভাষায়। ছবিতে বিজয়ের সঙ্গে দেখা যাবে বলিউডের তরুন অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করবেন মাইক টাইসনও। ছবির গোটা শ্যুটিং হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে