বিনোদন ডেস্ক: গত দু'দিন ধরে সোশ্যাল মিডিয়াজুড়ে একটিই নাম জ্বলজ্বল করছে রণবীর সিং। নিউ ইয়র্কের এক ফ্যাশন ম্যাগাজিনে প্রচ্ছদের জন্যই এই ফোটোশ্যুট করেছেন রণবীর। আর তাই দেখেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়।
প্রশংসা আর নিন্দার জোর টক্কর চলছে। কেউ বলছেন, রণবীর সাহসিকতার পরিচয় দিয়েছেন, কেউ দাবি করছেন, এ ভাবে ক্যামেরার সামনে আসা অনুচিত। কেউ প্রশ্ন তুলছেন, কোনও মহিলা এমন করলে কি মেনে নেওয়া হত?
এমনই সময় বলিউডের এক অভিনেতা, প্রযোজক, পরিচালক, লেখক নিন্দার ঝড় তুললেন ট্যুইটারে। বিতর্কের রাজা কমল আর খান ওরফে কেআরকে। প্রায়শই তিনি বলিউড অভিনেতা অভিনেত্রীর নাম ধরে কুৎসা রটান, ঠাট্টা করেন। এবারে একেবারে সতর্ক করেলেন রণবীর ভক্তদের।
ট্যুইটারে কমল লিখলেন, 'আমার ধারণা এ বার আপনারা বিশ্বাস করবেন যে রণবীর সিং এক জন নির্লজ্জ মানুষ। তাই ভবিষ্যতে কেউ এই নির্লজ্জের আর কোনও সিনেমা দেখবেন না। যদি আপনারা এর ভক্ত হন, তা হলে সেটা খুবই লজ্জাজনক।'
রণবীরের সাম্প্রতিক ফোটোশ্যুটের কয়েকটি ছবিও পোস্ট করেছেন। কয়েক ঘণ্টা পর আবারও দীপিকা পাড়ুকোনের স্বামীর একটি ছবি পোস্ট করে কেআরকে লিখেছেন, 'পুরো বলিউড এই একটি ফ্রেমে।'