শনিবার, ২৩ জুলাই, ২০২২, ০৬:০১:০৮

রাজ্যের শিক্ষামন্ত্রী ও অভিনেত্রীর গ্রেফতারি নিয়ে যা বলছেন তারকা

রাজ্যের শিক্ষামন্ত্রী ও অভিনেত্রীর গ্রেফতারি নিয়ে যা বলছেন তারকা

বিনোদন ডেস্ক: কলকাতায় অভিনেত্রী অর্পিতা মুর্খাজীর বাড়ির ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়৷ তা নিয়ে শুক্রবার থেকেই মুখ খুলেছে তারকা মহল৷ সরকারকে আক্রমণ করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় থেকে শুরু করে অভিনেত্রী শ্রীলেখা মিত্ররা।

রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ড ইতিমধ্যেই একটি নাটকীয় মোড় নিয়েছে৷ গ্রেফতার হয়েছেন রাজ্যের মমতা সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তার 'ঘনিষ্ঠ' অর্পিতার বাড়ি থেকে বিশ কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি। এর পাশাপাশি উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোনসহ একাধিক নথিপত্রও।

অন্যদিকে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়৷ তা নিয়ে শুক্রবারই মুখ খুলেছে তারকা মহল৷ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় শুক্রবার ব্যঙ্গের ছলে লেখেন, "যা দেখছি, কেউ 'নায়ক' ছবির রিমেক করলে স্বপ্নদৃশ্যের জন্য 'টাকার পাহাড়ের' অভাব হবে না এই বাংলায়!"

ব্যঙ্গাত্মক ভাবে পুরো বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি৷ কমলেশ্বর আরও লেখেন, "এবার ভুড়িটা কমাতেই হবে। ফ্রেঞ্চ কাট বা ঘনিষ্ঠ রূপসী বা থিম পুজো- নৈব নৈব চ।" ইঙ্গিত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকেই৷

এই ঘটনার শুক্রবার থেকেই সরব অভিনেত্রী শ্রীলেখা মিত্রও৷ গতকালই জাতীয় পুরস্কার জিতে নিয়েছে তার অভিনীত ছবি "অভিযাত্রিক"৷ তবে রাজ্যের এই গর্বের দিনেও শিরোনামে কেবল দূর্নীতির গল্প৷ শ্রীলেখা মজার ছলে সামাজিক মাধ্যমে লেখেন, "এক কোটি আমাদের দিয়ে ধরা পড়লে কি এমন ক্ষতি হত! কোটি কোটি প্রণাম টিম জয় বাংলা৷"

একই সঙ্গে আজও একটি পোস্ট করেছেন শ্রীলেখা৷ তিনি লিখেছেন, "পুরোনো কেসগুলো দেখুন ইডি..অনেকে আছেন৷ একে ওকে ধরে কেস ধামাচাপা দিয়েছেন৷ বিচার হোক এবার৷"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে