স্পোর্টস ডেস্ক: ফের বাবা হচ্ছেন ভারতীয় তারকা অজিঙ্কা রাহানে। মা হতে চলেছেন তার স্ত্রী রাধিকা ধোপাভকর। স্বামী ও স্ত্রী দুজনেই ইনস্টাগ্রাম পোস্টেই বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন।
সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন 'অক্টোবর', একটি লাভ ইমোজিও পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে রাহানে ও দম্পতির মেয়ে আর্যাকেও। ২০১৯ সালে রাহানে ও রাধিকার প্রথম সন্তান আর্যার জন্ম হয়। এ বার দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন এই তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে পোস্ট করা রাধিকার ছবিতে তার বেবি বাম্প বেশ ভালমতোই বোঝা যাচ্ছে। ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অজিঙ্কা রাহানে বর্তমানের দলের বাহিরে রয়েছেন। টেস্টে খেলতে দেখা গেলেও অন্য ফরম্যাটে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি।