বিনোদন ডেস্ক: ফের সমালোচনার মুখে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিনোদন দুনিয়া হোক বা রাজনীতির আসর, বেফাঁস মন্তব্যের কারণে সবসময় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। এক মাস আগেই মুক্তি পেয়েছিল কঙ্গনা অভিনীত 'ধকড়'।
ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। দেশজুড়ে ৩ কোটি টাকার ব্যবসাও করতে পারেনি ছবিটি। কঙ্গনার যুক্তি ছিল, নেতিবাচক প্রচারের কারণ সিনেমা সফল হয়নি। তবে মানসিকভাবে ভেঙে পড়েননি অভিনেত্রী। বরং আসন্ন ছবি ঘিরে তাঁর উন্মাদনা প্রকাশ পেয়েছে সদ্য।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আগামী ছবি 'ইমার্জেন্সি'র শুটিং শুরু করার খবর ঘোষণা করেন কঙ্গনা। যে ছবির পরিচালক ও প্রযোজক তিনিই। ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন খোদ কঙ্গনা কিন্তু এই ছবির প্রথম ঝলক মুক্তি পেতেই ক্ষেপেছে কংগ্রেস।
মধ্যপ্রদেশ কংগ্রেস মিডিয়া শাখার ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা শর্মার দাবি, কঙ্গনা ‘বিজেপির এজেন্ট’। বিজেপি সরকারের হয়ে এই ছবিতে ইন্দিরা গান্ধীর ভাবমূর্তি নষ্ট করাই অভিনেত্রী-পরিচালকের লক্ষ্য।
সে কারণেই সঙ্গীতা দাবি জানিয়েছেন, ছবিটি বড়পর্দায় মুক্তি পাওয়ার আগে তাদের দেখাতে হবে। অন্যদিকে মধ্যপ্রদেশে বিজেপির মুখপাত্র রাজপাল সিং সিসোদিয়ার দাবি, ''দেশের গণতন্ত্রে জরুরি অবস্থা এক ক'ল'ঙ্কিত অধ্যায়। আর ইন্দিরা গান্ধী এই প্রেক্ষাপটের নায়িকা। অতীত নিয়ে এত চিন্তা করে আর কী লাভ!''
১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত জরুরি অবস্থা চলাকালীন ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়েই 'ইমার্জেন্সি'র কাহিনি লেখা হয়েছে। ছবিতে ইন্দিরার চরিত্রে কঙ্গনা। অভিনেত্রী আগেই জানিয়েছেন, ছবিটি ইন্দিরা গান্ধীর জীবন নির্ভর ছবি নয়। দেশের জরুরি অবস্থা নিয়েই তৈরি করছেন আসন্ন ছবি।