রবিবার, ২৪ জুলাই, ২০২২, ০২:২৬:২৪

রণবীর আমাকে ‘আই লাভ ইউ’ বলেছে: রাখি

রণবীর আমাকে ‘আই লাভ ইউ’ বলেছে: রাখি

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার রণবীর সিংকে নিয়ে এখন বেশ আলোচনা। যার কারণ ফটোশুট। তার এমন ছবি একেকজন একেকভাবে নিয়েছেন। কেউ করেছেন নিন্দা। আবার কেউ ভাসিয়ে দিচ্ছেন প্রশংসায়।

এরমধ্যে অভিনেত্রী রাখি সাওয়ান্ত যেন আলোচনাকে আরও বাড়িয়ে দিলেন। রণবীরের নিয়ে প্রশ্ন করতেই রাখি বলেন, রণবীর আমার বন্ধু। ওকে নিয়ে কেউ কিছু বলবে না। রাখি আরও বলেন, রণবীর আমাকে ‘আই লাভ ইউ’ বলেছে।’

এরপরই বলেন, লন্ডন-আমেরিকায় এত গরম। দুবাইয়েও কত গরম। এসি চলছে না। আমার বন্ধু রণবীর পোশাক খুলে স্নানে গিয়েছিলেন। দুটো বানর এসে ওর পোশাক নিয়ে পালিয়ে যায়। রণবীরের কী দোষ বলো তো? এই কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি পাশে দাঁড়ানো রাখির 'প্রেমিক' আদিল দুরানি।

এসময় রাখি জানালেন, ছবিতে তিনি রণবীরের সৌন্দর্যকেই দেখতে পাচ্ছেন। রণবীর ‘আই লাভ’ কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, সেটাও ব্যাখ্যা করেন রাখি। তিনি জানান, রণবীরের ফটোশুটের কাজের প্রশংসা করে ভিডিও পোস্ট করেছিলেন।

সেই পোস্টের নিচে রণবীর আবার লেখেন ‘লাভ ইউ ইয়ার’। শুধু তাই নয়, রণবীর লিখেছেন, রাখি, তুমি একজন রকস্টার! এতে স্পষ্টই বোঝা যায়, রণবীরের এ ভালোবাসা কৃতজ্ঞতার। আসলে ‘পেপার ম্যাগাজিনে’র জন্য ফটোশুট করেছিলেন রণবীর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে