বিনোদন ডেস্ক: মুম্বাই শহরে হয়ে গেল লাইগার ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা বিজয় দেবরাকোন্ডা, অনন্যা পাণ্ডে ও রণবীর সিং। লাইগার-র ট্রেলার লঞ্চে হাফ শার্ট প্যান্ট ও হাওয়াইচটি পরেই অবলীলায় স্টেজে উঠে গেলেন।
শুধু উঠলেন সাংবাদিক সম্মেলন করলেন তা নয় রণবীর সিংয়ের সঙ্গে পাল্লা দিলে নাচলেন বিজয় কিন্তু কেমন এমন করলেন অভিনেতা জানালেন তার স্টাইলিস্ট হরমন কউর। কত টাকা দামের চটি পরে স্টেজে ওঠেন বিজয়? দাম জানলে চমকে যাবেন! ১৯৯ টাকা, হ্যাঁ ঠিকই শুনেছেন।
আসলে লাইগার ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেতা। ছবিটি তৈরি করতে খরচ হয়েছে কয়েক কোটি টাকা। তাই বিজয়ে প্রথম বলিউড ছবির জন্য একাধিক ব্র্যান্ড চেয়েছিলেন বিজয়কে সাজাতে কিন্তু অভিনেতার পরিকল্পনা ছিল অন্য কিছু।
তার স্টাইলিস্টের কথায় “বিজয় চেয়েছিল ছবিতে ওর চরিত্রের মতোই একদম সাধারণ ভাবে সাজতে। আমার কাছে সাদামাঠা চপ্পল চেয়েছিল। আমার প্রথমে একটু দ্বিধা হচ্ছিল কিন্তু বিজয়ের উপর আমার ভরসা আছে। আমি জানতাম, ও ওর সাজপোশাককেই চর্চার একটা বিষয় করে তুলবে।”
বিজয়ের পোশাক দেখে রণবীর সিং নিজেকে চাপতে না পেরে বলেই ফেলেন, “ভাইয়ের স্টাইল দেখুন! দেখে মনে হচ্ছে আমি ওঁর ছবির ট্রেলার লঞ্চে আসিনি, ও আমার ছবির ট্রেলার লঞ্চে এসেছে।”
তবে বলিউডের ট্রেলার লঞ্চ হোক কিংবা মিউজিক লঞ্চ মানেই দামী দামী পোশাক তারকাদের ব্র্যান্ডে জামা জুতা কিন্তু সেখানেই একেবারে আলদা বিজয় ১৯৯ টাকার হাওয়াইচটি পরে এলেন ট্রেলার লঞ্চে, অভিনেতার স্টাইলিস্টের কথায়, “১৯৯ টাকার একটা চটি পরে ও চলে গিয়েছিল। এটা সত্যিই সাহসিকতার কাজ। আমি খুশি যে মানুষ তা পছন্দ করেছেন।”