বিনোদন ডেস্ক: ২০২১ সালের ২ অক্টোবর। চার বছরের দাম্পত্য ভেঙে দিয়েছিলেন সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য। বিচ্ছেদের প্রভাব পড়েছিল তাদের দু'জনের উপরেই। সামান্থা রুথ প্রভু নিজেকে কাজে ব্যস্ত করে ফেলেছিলেন। তবে সম্প্রতি সামান্থা বিচ্ছেদের অভিজ্ঞতা সম্পর্ক মুখ খুলেছেন।
সামান্থার পর এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নাগা চৈতন্য। ২২ জুলাই অভিনেতার ছবি Thank You রিলিজ করেছে। ছবির প্রোমোশনের দরুন ডিভোর্সের অভিজ্ঞতা নিয়ে প্রথমবার মন্তব্য করেন নাগার্জুন পুত্র। এই মুহূর্তের জন্যই অপেক্ষা করেছিলেন নাগা ভক্তরা।
নাগা চৈতন্যর কথায়, "এই সময়টায় আমি অনেকটা বদলে গিয়েছি। ব্যক্তি হিসাবে আমি অনেকটা পরিণত হয়েছি। আগে বিষয়টি নিয়ে সেইভাবে কোনও কথাই বলিনি আমি। তবে এখন মন্তব্য করার পর্যায়ে এসেছি। এখন আমি পরিবার এবং বন্ধুবান্ধবের আরও কাছের হতে পেরেছি। নিজেকে নতুন মানুষ হিসাবে দেখে বেশ ভালো লাগছে।"