রবিবার, ২৪ জুলাই, ২০২২, ০৩:৩৮:৫৪

জীবন একাকী চলে না, আমিও বিয়ে করবো: অপু বিশ্বাস

জীবন একাকী চলে না, আমিও বিয়ে করবো: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ২০০৮ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। তবে বিয়ের খবর টের পায়নি কেউ। দীর্ঘ নয় বছর পর ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু।

এরপর জানান, তিনি ও শাকিব বিবাহিত এবং এই সন্তান তাদেরই। ওই ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়। কিছুদিন পর শাকিব-অপুর সংসারও ভেঙে যায়। তখন থেকে শাকিব যেমন একা রয়েছেন, অপুও একা। তবে এবার নতুন কিছু ভাবছেন কিং খান। 

আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব জানান, তার পরিবারের পক্ষ থেকে মেয়ে দেখা হচ্ছে। সব ঠিকঠাক হলে আগামী বছরই বিয়েটা সেরে ফেলবেন। এবার অপু বিশ্বাস জানালেন, তিনিও বিয়ে করবেন। 

অপু বলেন, ‘আমিও বিয়ে করব, জীবন তো আর একাকী চলে না। তবে এখনই নয়, হাতে অনেক কাজ জমা আছে। সব দায়িত্ব শেষ করে, আদর্শবান ও যত্নশীল একজন মানুষ খুঁজে নিয়ে তার গলায় ভালোবাসার মালা পরাতে চাই। আজীবন সুখ আর শান্তির বন্ধনে আবদ্ধ হতে চাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে