রবিবার, ২৪ জুলাই, ২০২২, ০৪:৫৩:০৫

যে নায়ককে বিয়ে করতে চান দীঘি!

যে নায়ককে বিয়ে করতে চান দীঘি!

বিনোদন ডেস্ক: চলতি মাসের শুরুর দিকে একটি মন্তব্য করে ব্যাপক আলোচিত-সমালোচিত হন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। নিজেকে তিনি মানসিকভাবে বিবাহিত বলে দাবি করেন। 

বলিউড তারকা রণবীর কাপুরকে মনে মনে বিয়ে করে ফেলেছেন বলে জানান তিনি। যদিও এটা রণবীরের প্রতি তার একতরফা ভালোবাসারই বহিঃপ্রকাশ। তবে দীঘির কথাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক চর্চা হয়েছিল। আবারও একই প্রসঙ্গে কথা বললেন দীঘি। 

রণবীর কাপুরকে কেউ যদি তার সামনে এনে দেন, তাহলে মানসিকভাবে নয়, বাস্তবেই বিয়ে করে ফেলবেন দীঘি। শনিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরে সনি স্কয়ারে ‘পরাণ’ সিনেমাটি দেখতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন দীঘি। তখনই উঠে আসে রণবীর প্রসঙ্গ।

দীঘির কাছে জানতে চাওয়া হয়, মানসিকভাবে বিয়েটা কি বাস্তবে রূপান্তরিত হওয়ার উপায় আছে কিনা? জবাবে দীঘি বলেন, ‘রণবীর কাপুরকে এনে দিন আমার কাছে। আমি রূপান্তরিত করে দিচ্ছি কিন্তু আমার কাছে তো কোনো শক্তি বা সুপারপাওয়ার নেই এটা রূপান্তরিত করার।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে