বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা নূতন। সময়ের পরিক্রমায় এখন সিনেমায় তাকে দেখা যায় না বললেই চলে। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নূতন। এবার জনপ্রিয় নায়িকা শাবনূরকে নিয়ে নয়া তথ্য দিলেন নূতন।
ফেসবুক পোস্টে নূতন বললেন, ‘শাবনূর আমার দেখা সবচেয়ে মেধাবী ও চালাক অভিনেত্রী। সে জানত কাকে কতটা সম্মান দিতে হয়। মানুষের মন বা মেজাজ বুঝার একটা গুণ তার আল্লাহ প্রদত্ত ছিল।’
শাবনূরের প্রশংসা করে নূতন তার ফেসবুকে আরও লিখেছেন, ‘অসম্ভব গুণী অভিনেত্রী; তার সবচেয়ে বড় গুণ হচ্ছে, সহশিল্পীদের সাথে মজা করে তাদের অন্যমনষ্ক করে রাখত আর নিজে সিরিয়াস থাকত। সে যে সবসময় সিরিয়াস, তা সহজে বুঝতে দিত না।’
চিত্রনাট্য অনুযায়ী নিজেকে সাজানোর স্বভাব ছিল শাবনূরের। সে কথা উল্লেখ করে নূতন লিখেছেন, ‘স্ক্রিপ্ট হাতে নিলেই শাবনূরের মধ্যে চরিত্র লালন করার একটা অস্বাভাবিক গুণ ছিল। তার হাত, পা, চোখ, শাবানা আপার মতো সমানতালে অভিনয় করত।’
আক্ষেপ প্রকাশ করে নূতন বলেছেন, ‘শাবনূরকে নিয়ে চর্চা করলে বাংলাদেশ যুগান্তকারী একজন অভিনেত্রী পেত। এক শাবনুর দিয়েই বাংলা চলচ্চিত্রে অনেক কিছু করা সম্ভব ছিল। তার শুরুটা যেমন ছিল, শেষটা তেমন হয়নি।’