বিনোদন ডেস্ক: তিনি বরাবরই হার না মানা এক মানুষ। পুণের ফিল্ম ইনস্টিটিউট থেকে দারুণ কৃতিত্বের সঙ্গে পাশ করা, মৃণাল সেনের ‘মৃগয়া’র জন্য জাতীয় পুরস্কার জেতার পরও সহজে তাকে জায়গা দেয়নি মুম্বাইয়ের টিনসেল টাউন।
অনেক ত্যাগ, পরিশ্রম ও অনমনীয় জেদের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন ‘ডিস্কো ডান্সার’ মিঠুন চক্রবর্তী কিন্তু জানেন কি, নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন মিঠুন চক্রবর্তী! সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন তিনি।
কবে এবং কেন এমন চিন্তা ভর করেছিল অভিনেতাকে? এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন মিঠুন। তবে সোজাসাপটা ভাষাতেই তিনি জানিয়েছিলেন, ‘সকলকেই লড়াই করতে হয় কিন্তু আমাকে একটু বেশিই করতে হয়েছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল, আমি বোধহয় আমার লক্ষ্যে পৌঁছতে পারব না।’
তিনি বলেন, ‘নানা কারণে কলকাতাতেও ফিরতে পারছিলাম না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, আমি এমনকী আত্মহ'ত্যার কথাও ভেবেছিলাম কিন্তু আমার সকলের প্রতি উপদেশ, কখনও লড়াই বন্ধ করে জীবন শেষ করে দেওয়ার কথা ভাববেন না। আমি জন্মগত ভাবে একজন লড়াকু মানুষ। আমি হারতে শিখিনি। দেখুন, আজ আমি কোথায় পৌঁছেছি।”