বিনোদন ডেস্ক: গাড়িতে স্বামীর সঙ্গে ধরে জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীকে পেটালেন অভিনেতার স্ত্রী । কোনওক্রমে গাড়ি থেকে নামতে সমর্থ হন অভিনেত্রী প্রকৃতি মিশ্রা। তবে তারপরেও তার পিছু ছাড়লেন না অভিনেতা বাবুশান মোহান্তির স্ত্রী।
রাস্তায় তাকে ধাক্কা দিতেও দেখা যায় অভিনেত্রীর স্ত্রীকে। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। ঘটনায় পুলিশের দ্বারস্থ জাতীয় পুরস্কার জয়ী ওড়িয়া অভিনেত্রী প্রকৃতি মিশ্রার মা। সমগ্র বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রকৃতি।
ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় নাম প্রকৃতি মিশ্রা। জাতীয় পুরস্কারও পেয়েছেন প্রকৃতি। অন্যদিকে বাবুশান মোহান্তিও যথেষ্ঠ পরিচিত এবং জনপ্রিয় একজন অভিনেতা। তাই তাদেরকে জড়িয়ে এমন ভিডিও উঠে এলে আলোচনা হবেই।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী প্রকৃতি মিশ্রাকে মারধর করতে দেখা যায় বাবুশান মোহান্তির স্ত্রী তৃপ্তি মোহান্তি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রকৃতি মিশ্রা।
প্রকৃতি লিখেছেন, ''প্রকৃতি গল্পেরই দুটো দিক রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এমন একটা সমাজে বাস করি, যেখানে কোনও কিছু শোনার আগেই মহিলাদের দিকে আঙুল তোলা হয়। চেন্নাইয়ে উৎকল অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান যোগ দিয়ে ফেরার পথে খবরের শিরোনামে উঠে এসেছি।
বাবুশানের স্ত্রী কিছু গু'ন্ডা নিয়ে এসে অভিনেতাকে মা'রধ'র করেন। আমাকেও শারী'রিক এবং মান'সিকভাবে নি'গ্র'হ করা হয়। বাবুশানের স্ত্রীর এই আচরণ আমি কোনওভাবেই মানতে পারছি না।'' সোশ্যাল মিডিয়ায় নারী ক্ষমতায়ন নিয়েও একটি পোস্ট করেন প্রকৃতি মিশ্রা।
এদিকে অভিনেতা বাবুশান মোহান্তির কথায়, ''আপনারা সকলেই নিশ্চয় এতক্ষণইে ভাইরাল ভিডিয়ো দেখে ফেলেছেন। তবে আমি এবিষয়ে আপনাদের জানাতে চাই, আমি আর প্রকৃতি চেন্নাইতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম।''
বাবুশান বলেন, ''আমরা দুজনেই সহ অভিনেতা। একই ছবিতে কাজও করব। তবে আমার স্ত্রী যদি এবিষয়টি অপছন্দ করেন, তাহলে হয়ত ভবিষ্যতে আমি আর প্রকৃতি একসঙ্গে আর কাজ করব না।''