বিনোদন ডেস্ক: একবার নয় দুই বার নয়, বারবার পাঁচ বার। টানা পঞ্চমবার ভারতের বিনোদন দুনিয়ায় সর্বোচ্চ করদাতা হলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। এই সাফল্যের স্মারক হিসেবে আয়কর বিভাগের তরফে অভিনেতা একটি সম্মানপত্রও জিতে নিয়েছেন।
এই মুহূর্তে ব্রিটেনে শুটিংয়ে ব্যস্ত অক্ষয়। তার মধ্যেই অনুরাগীরা পেলেন এই সুখবর। অক্ষয়কে যে সম্মানপত্র দেওয়া হয়েছে, তাতে লেখা হয়েছে, “তার হাতেই এই মুহূর্তে সবচেয়ে বেশি ছবি। পাশাপাশি এন্ডোর্সমেন্টের ক্ষেত্রেও তিনিই শীর্ষে। এটা আশ্চর্যের নয়, আজ তিনি দেশের সর্বোচ্চ করদাতা।”
ওই সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। এই মুহূর্তে ব্রিটেনে টিনু দেসাইয়ের সঙ্গে ছবির শুটিং করছেন বলিউডের খিলাড়ি। শেষ বার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে। ছবিতে তার বিপরীতে ছিলেন মানুষী চিল্লার। সামনেই আসছে ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘সেলফি’র মতো একাধিক ছবি।