সোমবার, ২৫ জুলাই, ২০২২, ০৪:০৯:১৯

শাহরুখের সিনেমায় দীপিকার এমন লুকে চমকে উঠেছেন ভক্তরা

শাহরুখের সিনেমায় দীপিকার এমন লুকে চমকে উঠেছেন ভক্তরা

বিনোদন ডেস্ক: ব'ন্দু'ক হাতে দীপিকা, চোখ তা'ক করা নিশা'নায়, কপাল থেকে ঝ'রছে রক্ত। শাহরুখের পাঠান সিনেমার পোস্টারে দীপিকা পাডুকোনের এমন লুক দেখে চমকে উঠেছেন ভক্তরা।

সহ-অভিনেতা জন আব্রাহাম টুইটারে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, “থামুন। তাকান। শ্যুট! দীপিকাকে উপস্থাপন করছি ২৫ জানুয়ারী শুধুমাত্র আপনার কাছাকাছি সিনমা হলে। উদযাপন করুন। হিন্দি, তামিল এবং তেলেগু, এই তিন ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

শাহরুখ খানও পোস্টারটি শেয়ার করেছেন এবং লিখেছেন, "বন্দুক এবং লাবণ্য" দীপিকাই সব এবং আরও অনেক কিছু! পি'স্ত'ল ধরে তাক করে দাঁড়িযে রয়েছেন দীপিকা। একেবারেই ক্লোজ শট থেকে ক্যামেরা সরে যাচ্ছে। কালে ফরমাল প্যান্ট পরে অভিনেত্রী। তার হাতের নোখে কালো নেলপলিশ।

দীপিকা ছবি পোস্টের পরেই কমেন্ট বক্সে ভক্তদের উচ্ছ্বাস দেখা গিয়েছে। একজন বলেছেন, একেবারেই অন্যরকম। অন্য একজন বলেছেন, "ও মাই গড"। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনায় রয়েছে যশ রাজ ফ্লিমস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে