সোমবার, ২৫ জুলাই, ২০২২, ০৪:৩২:৪৭

'বক্স অফিসে বড় ফ্লপ হবে, এই ছবি থেকে সরে আসুন শাহরুখ'

'বক্স অফিসে বড় ফ্লপ হবে, এই ছবি থেকে সরে আসুন শাহরুখ'

বিনোদন ডেস্ক: ৪ বছরের বড় বিরতির পর আবারও ২০২৩ সালে বড়পর্দায় ঝড় তুলতে আসছেন শাহরুখ খান। তবে সত্যি কি পাঠান বক্স অফিসে ঝড় তুলবে এবার তেমনই প্রশ্ন করে বসলেন কামাল রশিদ খান ওরফে কেআরকে। 

কেআরকের মন্তব্য ঘিরে একাধিকবার বিতর্ক সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন সেলেবকে আ'ক্র'মণ করতে দেখা গিয়েছে কেআরকে-কে। কখনও কঙ্গনারা রানাওয়াত, কখনও আবার কেআরকের কোপে করণ জোহর। 

এবার প্রসঙ্গ শাহরুখ খান। সপাট মন্তব্য করে বসলেন শাহরুখ খানের আগামী ছবি পাঠানের বক্স অফিস নিয়ে। কেআরকের সোশ্যাল পোস্ট অনুযায়ী পাঠান ছবি বক্স অফিসে বড় ফ্লপ হতে চলেছে। এই ছবি থেকে সরে আসেন শাহরুখ। 

এমনই স্পষ্ট মন্তব্য করে কেআরকে শাহরুখ খানকে এই ছবি না করার উপদেশ দিয়ে বসলেন। জানিয়ে দিলেন, শাহরুখ খান অতীতে তার উপদেশ শোনেননি। তিনি আগেই সাবধান করেছিলেন, হ্যারি মেট সিজ়ল, ফ্যান-এর ক্ষেত্রে। শাহরুখ খান সে কথা না শোনায় পরবর্তীতে রীতিমত ফ্লপের মুখই দেখতে হয়েছিল। 

এবারও তিনি একই ভুল করতে চলেছেন বলেই মত কেআরকের। তবে কেআরকে যাই বলুক না কেন? পাঠান ছবির দিকে তাকিয়ে এখন গোটা বলিউড। শাহরুখ খানের কামব্যাক বলে কথা। তার সাথে এই সিনেমায় জন আব্রাহাম ও দীপিকা পাডুকোনকেও দেখা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে