বিনোদন ডেস্ক: শা'লী'নতার সীমা ল'ঙ্ঘ'ন করেছেন রণবীর সিং। মহিলাদের মূল্যবোধ, অনুভূতিতে আ'ঘা'ত হে'নেছেন, এই অভিযোগে মুম্বাইয়ের শহরতলির এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
সপ্তাহের প্রথম দিনে সে নিয়ে হইচই। তবে পুলিশের তরফেও এই অভিযোগ স্বীকার করা হল। এক মহিলা আইনজীবীর দায়ের করা অভিযোগ এফআইআর হিসাবে নথিভুক্ত করল মুম্বাইয়ের চেম্বুর থানার পুলিশ। রণবীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে পুলিশ।
কারও রোমাঞ্চে, কারও বিবমি'ষায়, এখনও চর্চার কেন্দ্রে রণবীর সিং। অভিনেতার পক্ষে এ কাজ উচিত না অনুচিত, এই বিতর্ক উঠতে উঠতেও এক প্রকার ধামা চা'পা পড়ে গিয়েছিল প্রশংসার তোড়ে। তবে সোমবার বড়সড় প্রতিবাদ এলো মহিলামহল থেকেই।
নারীর অনুভূতিতে আ'ঘা'ত করেছেন রণবীর! এমনটাই অভিযোগ উঠছে। মুম্বাই পুলিশের কাছে তার সাম্প্রতিক ফটোশ্যুট নিয়ে অভিযোগ দায়ের করেছেন নারীবাদীরা। তবে রণবীর যে অতো সহজে রেহাই পাবেন না, তা এবার বুঝিয়ে দিলেন নারীবাদীরাও।