মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ০২:৪১:৪৪

বাবা সৃজিতকে প্রিয় উপহার দিয়ে মুগ্ধ করলেন আইরা

বাবা সৃজিতকে প্রিয় উপহার দিয়ে মুগ্ধ করলেন আইরা

বিনোদন ডেস্ক: প্রিয় সেই গোয়েন্দার ছবি উপহার পেলেন মেয়ে আইরার কাছ থেকে। বাবা সৃজিতকে প্রিয় উপহার দিয়ে মুগ্ধ করলেন আইরা। সোশ্যাল মিডিয়ায় তা শেয়ারও করেছেন বেশ গর্বের সঙ্গে।

‘আমার প্রিয় মানুষটা আমার প্রিয়া গোয়েন্দাকে এঁকেছে’ লিখে ছবিটা শেয়ার করেন সৃজিত। যেখানে দেখা গেল খাতায় যত্ন সহকারে এগ হেডেড ডিটেকটিভকে ফুটিয়ে তুলেছে আইরা। আর তারপর ড্রইংয়ের খাতার উপর মুখ রেখে শুয়ে আছে সে। 

সৃজিত বহুবার নিজের পাহো প্রেমের কথা বলেছেন। আসলে গোয়েন্দাদের কাল্পনিক জগতে বরাবরই কড়া টক্কর পাহো আর হোমসের। দুই চরিত্রই খুব জনপ্রিয় সব বয়সীদের মধ্যে।

উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন সৃজিত। মিথিলা আর বাংলাদেশের গায়ক-অভিনেতা তাহসানের কন্যা আইরা। তবে প্রথম থেকেই সে সৃজিতের নয়নের মণি। দুই বাবার সঙ্গেই সময় কাটাতে দেখা যায় এই খুদেকে। সূত্র: হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে