মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ০৪:৫৬:৫৪

'বাংলা থেকে এই প্রথম', আবেগ প্রবণ কুমার শানু

'বাংলা থেকে এই প্রথম', আবেগ প্রবণ কুমার শানু

সুতপা সেন : 'বঙ্গবিভূষণ' সম্মানে সম্মানিত জনপ্রিয় গায়ক কুমার শানু। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত গায়ক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে এদিন সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

বাংলা থেকে এই প্রথম সম্মানে সম্মানিত হয়ে আবেগ প্রবণ কুমার শানু বলেন, 'গত ৩৫ বছর ধরে গান গেয়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গ থেকে এমন সম্মান দিদিই প্রথম দিলেন। আর বাঙালি হিসাবে এটাই আমার কাছে সবথেকে বড় সম্মান।'

মুখ্যমন্ত্রী মমতার প্রশংসা করে কুমার শানু বলেন, 'বাঙালি হয়েও বাংলা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম, তবে দিদি সবসময় কাছে টেনে নেন। আমরা দূরে গিয়েও তাই দূরে যেতে পারি না, সেটা শুধুমাত্র দিদির জন্য। এই পুরস্কারের জন্য অনেক ধন্যবাদ, আমার কাছে আজ কথা বলার ভাষা নেই।' 

এদিন 'বঙ্গভূষণ' এবং 'বঙ্গবিভূষণ' পুরস্কারের মঞ্চে সকলের অনুরোধে 'কত যে সাগর নদী' এবং পরে 'মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়' গানটিও গেয়ে শোনান কুমার শানু। এদিন কুমার শানু ছাড়াও রাজ্যসরকারে তরফে 'বঙ্গবিভূষণ' সম্মান পান আরও একজন প্রবাসী বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সূত্র: জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে