মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ০৫:৫১:৩৬

'প্লিজ আমাকে বাঁচান', উর্বশীর আকুতি

'প্লিজ আমাকে বাঁচান', উর্বশীর আকুতি

বিনোদন ডেস্ক: "প্লিজ আমাকে বাঁচান", সোশ্যাল মিডিয়ায় এমনই আকুতি জানালেন উর্বশী রাউতেলা। সোমবার ইনস্টাগ্রামে অভিনেত্রীর পোস্ট দেখে ঘাবড়ে গিয়েছিলেন অনেকেই। আর ঘাবড়ে যাওয়ারই কথা! মিস ইউনিভার্সে অংশ নেওয়া অভিনেত্রী ইনস্টা হ্যান্ডলে লিখেছেন, "প্লিজ হেল্প মি।" 

তবে, ব্যাপারটা ভয়ের নয়। বরং আনন্দের। উর্বশীর প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম মুক্তি পেতে চলেছে। যার নাম The Legend। সেই ঘোষণা করেই উর্বশী ইনস্টায় লেখেন, "প্লিজ আমাকে বাঁচান… আমার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি মুক্তি পেতে চলেছে। ২৮ জুলাই 'দ্য লেজেন্ড' নামের ওই সিনেমা সারাবিশ্বে মুক্তি পাবে। আপনাদের সকলের ভালোবাসা এবং শুভেচ্ছা দরকার।" 

অ্যাকশন সিকোয়েন্সের একটি ভিডিও আপলোড করেছিলেন অভিনেত্রী। যদিও পরে ওই পোস্টটি ডিলিট করে দিয়েছেন তিনি। ছবি দেখার অনুরোধ জানিয়ে নতুন একটি পোস্টও দেন। তবে শুধুমাত্র বাঁচানোর অনুরোধের লাইনটি এডিট করেন উর্বশী। কেন তিনি ওই পদক্ষেপ করলেন তা স্পষ্ট নয়।

মাত্র ১৫ বছর বয়সে ফ্যাশনের দুনিয়ায় এন্ট্রি নিয়েছিলেন উর্বশী রাউতেলা। ২০০৯ সালে মিস টিন ইন্ডিয়া হয়েছিলেন তিনি। ফ্যাশনের দুনিয়ায় অন্যতম শো স্টপার হয়ে ওঠেন তিনি। ২০১১ সালে ইন্ডিয়ান প্রিন্সেসের তকমা জিতে নিয়েছিলেন তিনি।

ওই বছরই মিস ট্যুরিজম ওয়ার্ল্ড, মিস এশিয়ান সুপার মডেলের তকমা পান। মিস ট্যুরিজম কুইন অফ দ্য ইয়ার ২০১১ এর তকমা জিতে নিয়েছিলেন উর্বশী রাউতেলা। চীনে অনুষ্ঠিত হয়েছিল ওই বিউটি পেজেন্ট। উর্বশীই প্রথম ভারতীয় নারী যিনি ওই তকমা পান। সূত্র: ইন্ডিয়া টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে