মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ০৮:৩৮:০৩

রণবীরের জন্য দুর্ঘটনার মুখে দিশা পাটানি! ভাগ্যক্রমে বেঁচে ফেরা

রণবীরের জন্য দুর্ঘটনার মুখে দিশা পাটানি! ভাগ্যক্রমে বেঁচে ফেরা

বিনোদন ডেস্ক: দিশা পাটানি যিনি এই মুহূর্তে অন্যতম চর্চিত বলি ডিভা। তাঁর লুক থেকে তাঁর অন্দাজ ঝড় তোলে লাখো পুরুষ হৃদয়ে।খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর Ek Villain Returns ছবিটি। 

শোনা যায় অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কে রয়েছেন দিশা। তবে দিশা নাকি রণবীর কাপুরের অন্ধ ভক্ত। তাঁর জন্য দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে দিশাকে।

তিনি বিটাউনের সাহসী ডিভাদের মধ্যে অন্যতম। বড় পর্দায় অ্যকশন হোক কিংবা কঠিন ওয়ার্ক আউট সবতেই স্বচ্ছন্দ্য দিশা পাটানি। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর Ek Villain Returns ছবিটি। 

অন্যদিকে বিটাউন অন্যতম প্রতিভাবান অভিনেতা রণবীর কাপুর। তাঁর রূপে গুণ মুগ্ধ একাধিক বলিসুন্দরী। সেই তালিকায় রয়েছেন দিশা পটানিও। একবার রণবীরকে দেখতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন দিশা । সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথা জানালেন অভিনেত্রী ঠিক কী হয়েছিল?

দিশা বলেন‘‘ তখন স্কুলে পড়ি সেই সময় থেকেই আমি রণবীর কপূরের ভক্ত। আমার শহরে রণবীরের প্রচুর পোস্টার থাকত। স্কুটি চালিয়ে স্কুলে যাওয়ার সময়ে রাস্তায় সেই পোস্টার দেখতে থমকে দাঁড়াতাম, কখনও আবার সেদিকে তাকিয়েই স্কুটি চালাতাম। ফলে বেশ কয়েক বার দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি!’’

এই মুহূর্তে একেবারে ঘোরতর সংসারী রণবীর কাপুর । চলতি বছরই আলিয়া ভাটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন।খুব শীঘ্রই সন্তানের বাবা হতে চলেছেন রণবীর। 

আজকের বলিউড ইন্ডাস্ট্রিতে হট অ্যান্ড সে'ক্সি অভিনেত্রীর তকমা লেগেছে দিশা পাটানির (Disha Patani) গায়ে। সিনেমা পর্দায় বোল্ড অবতারে দিশার লুকের প্রশংসায় পঞ্চমুখ হয় দর্শক। 

বিকিনিতে ফ্যাশন স্টেমেন্ট তৈরি করাতে তাঁর জুরি মেলা ভার। শোনা যায় অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কে রয়েছেন দিশা। তবে এক সাক্ষাৎকারে দিশা জানান তাঁকে নাকি কেউ কোনওদিনও হট বলেই নি। 

শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু ঘোর বাস্তব। এই কথা নিজের মুখে স্বীকার করেছেন বার্থডে গার্ল দিশা পাটানি। প্রসঙ্গত ২০১৯ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, "ছোট থকে এত বড় হয়ে গেলাম আজ পর্যন্ত কেউ বলল না যে আমি হট। কেউ আমার সঙ্গে ফ্লার্ট করার সাহসটুকুও দেখাল না!"

দিশা (Disha Patani) আরও বলেন, “থেকেই একটু টমবয় টাইপের ছিলাম। সেই জন্য হয়তো আমার কাছে সকলে আসতেও একটু ভয় পেত। আমার বাবাই আমাকে ছোট থেকে ছেলেদের মতো করে মানুষ করেছেন। 

ক্লাস নাইন পর্যন্ত ছেলেদের মতো ছোট করে চুল কাটা ছিল। মাধ্যমিক দেওয়ার পর বড় চুল রাখতে শুরু করি। এছাড়াও আমি খুবই ইন্ট্রোভাট ছিলাম। মনের কথা অন্য কাউকে শেয়ার করতে পারতাম না। 

স্কুলজীবনে আমি ছিলাম সবচেয়ে শান্ত বাচ্চা। একদম শেষ বেঞ্চে গিয়ে বসে থাকতাম।" দিশার আসন্ন এই ছবিতে (Disha Patani Movie) তাঁর সঙ্গে দেখা যাবে অর্জুন কাপুর ও তারা সুতারিয়াকে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে