মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১০:২৮:৪৮

এবার ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিলেন যিনি!

এবার ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিলেন যিনি!

বিনোদন ডেস্ক: ক্যাটরিনা কাইফকে নেট মাধ্যমে উত্ত্যক্ত করছিলেন যে যুবক, তিনি লরেন্স বিষ্ণোইয়ের কোনও শাগরেদ নন। নাম তার মনবিন্দর সিংহ। সোমবার (২৫ জুলাই) ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল সেই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর সান্তাক্রুজ পুলিশ তাকে গ্রেফতার করে। 

মঙ্গলবার (২৬ জুলাই) মনবিন্দরকে আদালতে পেশ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মনবিন্দর লখনৌর বাসিন্দা। নিজেকে ক্যাটরিনার ভক্ত বলে দাবি করেন তিনি। প্রায়ই নিজের সঙ্গে অভিনেত্রীর সম্পাদিত ছবি তিনি নেটমাধ্যমে শেয়ার করতেন। অভিনেতা হওয়ার শখ তার। ক্যাটরিনাকে নায়িকা হিসেবে পাওয়ার জেদ চেপে গিয়েছিল বলে জানান মনবিন্দর। সেই শুরু।

ভিকি অভিযোগপত্রে জানান, প্রায় এক মাস ধরে ক্যাটরিনাকে নানাভাবে অশালীন ইঙ্গিত দিয়ে শেষে বিয়ের প্রস্তাবও দেন মনবিন্দর। সেই সঙ্গে ভিকিকে খু'নের হুমকি! শেষে অনর্গল ফোন করতে শুরু করেছিলেন ওই যুবক, এমনটাই অভিযোগ। এরপরই নিরাপত্তা চেয়ে ভিকি থানায় ছোটেন। সান্তাক্রুজের বাড়ি থেকে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।

মনবিন্দর সিংহের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪(গ) (স্টকিং), ৫০৬(২) (অপরাধমূলক ভয় দেখানো) এবং আইটি আইন ৬৭ (অশ্লীল বার্তা প্রেরণ)-এর অধীনে মামলা রুজু হয়েছে। সূত্র: এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে