বুধবার, ২৭ জুলাই, ২০২২, ০৬:২২:৩০

এবার হুঙ্কার দিলেন মিঠুন চক্রবর্তী

এবার হুঙ্কার দিলেন মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক: স্বচ্ছ নির্বাচন হলে পশ্চিমবাংলায় যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে গদি। কালই ক্ষমতায় আসতে পারে বিজেপি। গড়তে পারে সরকার। নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এভাবেই শাসকদলের উদ্দেশে কার্যত হুঙ্কার দিলেন মিঠুন চক্রবর্তী। যার পালটা দিতে ছাড়ল না তৃণমূলও।

বুধবার হেস্টিংসে বিজেপির দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলে দেন, অবাধে ভোট হলে বাংলাতেও বিজেপি ক্ষমতায় আসবে। 

মিঠুনের কথায়, “কিছুদিন আগেই ঘুম থেকে উঠে দেখলাম মহারাষ্ট্রে সরকার গড়েছে শিব সেনা আর বিজেপি। কে বলতে পারে এখানেও তেমনটা হবে না! স্বচ্ছ নির্বাচন হলে কালই বিজেপি বাংলায় সরকার গড়বে।” 

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, “উনি মাঝে মধ্যে কোনও কারণে শহরে আসেন। কখনও কখনও প্রচারের আলোয় ভেসে ওঠার শখ হয়। তিনি অনেক কথাই বলে থাকেন। এক বছরের মধ্যে আবার ভোট? ভাবছেন কী মশাই?”

নানা ইস্যুতে পশ্চিমবঙ্গ বিজেপির অন্দরে ফাটল ধরেছে। একাধিকবার প্রকাশ্যে এসেছে গোষ্ঠীকোন্দলও। এমন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতেই কলকাতায় এসেছেন ভারতের বর্ষিয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। 

এদিনের বৈঠকের পর তিনি জানান, “নির্বাচনের ফলাফলের পর সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম। যারা দল ছেড়ে বেরিয়ে গিয়েছে, তাদের জন্যও কষ্ট পেয়েছি। খারাপ লেগেছে। এখনও বলছি যদি আরও কেউ যেতে চান, দয়া করে চলে যান।” তারপরই হুঙ্কার, বিজেপি লড়াই ছাড়বে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে