বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১০:৫৯:৩২

এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন চঞ্চল চৌধুরী!

এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন চঞ্চল চৌধুরী!

বিনোদন ডেস্ক: ‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী, বসন্তকালে তোমায় বলতে পারিনি...সাদা সাদা, কালা কালা’ গ্রাম থেকে শহরে সবার মুখে মুখে গানটি। তবে গান শুনে প্রাণ জুড়ালেও সিনেমাটি দেখার অপেক্ষায় দর্শকের মন অস্থির হয়ে আছে। আগামী ২৯ জুলাই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সেই ‘হাওয়া’।

গত সোমবার (২৫ জুলাই) বিকেলে বুয়েট অডিটোরিয়াম প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সিনেমার সবাই। ক্যাম্পাসে প্রচারণার দিনগুলোতে ‘হাওয়া’র কলাকুশলীরা চলচ্চিত্রটি সম্পর্কিত অনেক গল্প ও ব্যক্তিগত অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগাভাগি করছেন। গেয়েছেন মঞ্চে, নেচেছেনও তারা।

এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাঝ সমুদ্রে ঘূর্ণিঝড়ে আটকে পড়ার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

তিনি বলেন, ‘কয়েক বছর পরিশ্রম করে আমরা কাজটা করেছি। সমুদ্রের মাঝখানের গল্প। মধ্য সমুদ্রে শুটিং করা কষ্টসাধ্য ছিলো। এটি আমাদের জন্য খুবই দুঃসাহসিক যাত্রা ছিলো।’

চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘আপনাদের মনে আছে কিনা জানিনা, বুলবুল নামে একটা ঘূর্ণিঝড় আঘাত হানে। তখন আমাদের শুটিং প্রায় শেষের দিকে। তিন-চারদিন শুটিং করলেই কাজ শেষ হতো। সেই মুহূর্তে আমরা পাঁচ দিন আটকে ছিলাম।

যেদিন প্রবল আকারে আঘাত হানলো, সেদিন আমরা মধ্য সমুদ্রে ছিলাম। ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে আমরা জানতাম না, ঠিকঠাক পাড়ে পৌঁছাতে পারবো কিনা।’

প্রসঙ্গত, সম্প্রতি সুস্থধারার বাংলা চলচ্চিত্রের দর্শকদের মাঝে সিনেমা হলে যাওয়ার আগ্রহের যে জোয়ার তৈরি হয়েছে, সেটি ‘হাওয়া’ আরও এগিয়ে নেবে বলে মনে করছেন দেশের সিনেমাবোদ্ধা ও অভিজ্ঞরা।

সাধারণ দর্শক ও তরুণ প্রজন্মের মাঝে ‘হাওয়া’-কে ঘিরে এই আগ্রহ আরও বেগবান করতেই হাওয়ার প্রচারণা টিম ঘুরে ফিরছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, বাংলাদেশে মুক্তির পর ‘হাওয়া’ খুব শিগগিরই মুক্তি পাবে উত্তর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে