বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১১:৫৩:২৩

টাকা কার স্বীকার করেছেন অর্পিতা

টাকা কার স্বীকার করেছেন অর্পিতা

বিনোদন ডেস্ক: আলিবাবার বিখ্যাত গুহা নাকি হ্যারি পটারের গ্রিণগটস ব্যাঙ্কের লকার! থরে থরে সাজানো ৫০০ ও ২০০০ হাজারের বান্ডিল, সোনার বাট, মুঠো মুঠো কয়েন সহ চোখ ধাঁধানো কুবেরের খাজানা। 

টালিগঞ্জের পর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটও। উত্তর-দক্ষিণ দুই মিলিয়ে কোটির হাফ সেঞ্চুরি। আরও খাজানার খোঁজে ইডির ম্যারাথন জেরা শুরু হতেই খসে পড়ল মুখের কুলুপ। ইডি সূত্রে খবর, সব ভুলে কান্নায় ভেঙে পড়ে বিস্ফোরক দাবি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের।

রাতে একদিকে চলছিল কুবেরের খাজানার গণনা, উত্তেজনায় রাত জাগছিল বাংলা। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে তখন চূড়ান্ত ব্যস্ততা। ম্যারাথন জেরার মুখে অর্পিতা মুখোপাধ্যায়। 

এই ৫০ কোটিরও বেশি নগদের 'মালিক' ও উৎস সন্ধানে ইডি আধিকারিকদের লাগাতার প্রশ্নের মুখে ভেঙে পড়লেন বেলঘরিয়া ও টালিগঞ্জের মিনি ব্যাঙ্ক ফ্ল্যাটের মালকিন।

ইডি সূত্রে খবর, ''টাকা কার স্বীকার করেছেন অর্পিতা। বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড় উদ্ধার হওয়ার পর পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী জানিয়েছেন, ওই টাকা আমার নয়। ওই রুমে আমার যাওয়া বারণ ছিল। টাকা রাখা হত জানতাম কিন্তু এত টাকা ছিল তা জানতাম না।''

SSC নিয়োগ 'দুর্নীতি' মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২১ কোটি টাকা উদ্ধার করেছিল ED। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। সেই উদ্ধার হওয়া 'টাকার পাহাড়'-এর সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয় ED-র তরফে। 

এরপরেই চোখ কপালে উঠেছিল সাধারণ মানুষের। এ তো কুবেরের ধন'! এবার নতুন করে সোমবার তাঁর বেলঘরিয়ার ৯ তলার ফ্ল্যাটে তল্লাশি চালায় ED। সূত্রের খবর, সে নগদ টাকার পরিমাণ আনুমানিক ৩০ কোটির কাছাকাছি।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে