বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১২:২১:৫৭

৪০ বছর পর সেই সাড়া জাগানো চরিত্রে আবার ফিরছেন রঞ্জিত মল্লিক

৪০ বছর পর সেই সাড়া জাগানো চরিত্রে আবার ফিরছেন রঞ্জিত মল্লিক

বিনোদন ডেস্ক: ‘ওঁর নাম তো শুভঙ্কর সান্যাল, কিন্তু সবাই ডাকে ভয়ঙ্কর সান্যাল বলে।’ ‘শত্রু’ ছবিতে এ ভাবেই পরিচিত হয়েছিলেন রঞ্জিত মল্লিক। বরাবরই পর্দায় অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গিয়েছে তাকে।

সত্যের পালন আর দুষ্টের দমনেই দর্শকমনে তার স্থায়ী জায়গা। ৪০ বছর পর সেই সাড়া জাগানো চরিত্র নিয়ে আবার ফিরছেন রঞ্জিত মল্লিক। তবে পুলিশ নয়, আইনজীবীর ভূমিকায়। ছবির নাম ‘অপরাজেয়’। 

শ্যাম দাগার কাহিনি ও প্রযোজনায় মোজোটেল এন্টারটইনমেন্ট ও দিব্যা ফিল্মসের ছবিটি মুক্তি পাবে পুজার আগেই। ঠিক চল্লিশ বছর আগে যে ভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছিল, নতুন ছবিতেও সে ভাবেই কোমর থেকে বেল্ট খুলে অপরাধীদের শাস্তি দিতে দেখা যাবে রঞ্জিতকে।

এত দিন পর ‘শুভঙ্কর সান্যাল’ পুরনো স্মৃতি উস্কে দিল? রঞ্জিতের কথায়, ‘‘পরিচালকের ইচ্ছে ছিল ‘শত্রু’ ছবির পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল আবার ফিরে আসুক। ওই চরিত্রটার উপরে বেশ দুর্বলতা আছে ওঁর। ছবির গল্প বেশ ভাল। তাই রাজি হলাম।’’ সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে