বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ০৪:৪৪:৫৪

অভিনেতা না হলে কী হতেন? জানালেন ধানুশ

অভিনেতা না হলে কী হতেন? জানালেন ধানুশ

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার বড় তারকা ধানুশ। তুমুল জনপ্রিয় এই তারকার জন্মদিন আজ। ১৯৮৩ সালের ২৮ জুলাই চেন্নাইতে জন্মগ্রহণ করেন তিনি। ধানুশ জানিয়েছিলেন, অভিনেতা না হলে তিনি রাঁধুনি হতেন। কারণ রান্না করতে ভীষণ পছন্দ তার।

বলিউডে ‘শামিতাভ’  সিনেমার প্রচারে এলে ধানুশকে জিজ্ঞেস করা হয়েছিল, অভিনেতা না হলে কী হতেন? জবাবে তিনি বলেছিলেন, ‘নিশ্চিতভাবে শেফ। আমি রান্না করতে ভালোবাসি এবং আমি ছোটবেলায় রান্না নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি।’ 

তিনি আরও বলেন, ‘আমি সবসময় আমার বাবার জন্য কিছু রান্না করার পরিকল্পনা করতাম। অমলেট, ফ্রাইড রাইস এবং স্যান্ডউইচের মতো সাধারণ জিনিস শিখেছি; প্রায়শই আমি সেগুলো তৈরি করে বাবাকে অফার করতাম এবং তার অনুমোদনের জন্য অপেক্ষা করতাম। তিনি যখন আমার রান্নার প্রশংসা করতেন, আমি আনন্দিত হতাম।’ 

ধানুশ জানান, তিনি তার মায়ের কাছ থেকে রান্না শিখেছেন। যদিও কাজের ব্যস্ততায় এখন রান্না ঘরে প্রবেশের সময় পান না। তবে সিনেমার পর্দায় রাঁধুনির ভূমিকায় অভিনয় করতে আগ্রহী। সাফল্যময় ক্যারিয়ারে ধানুশ চারবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাতবার ফিল্মফেয়ারসহ বহু পুরস্কার অর্জন করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে