শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১২:৩৩:৩২

পৌরসভার ভোটে জামানত খোয়ালেন চিত্রনায়িকার বাবা

পৌরসভার ভোটে জামানত খোয়ালেন চিত্রনায়িকার বাবা

বিনোদন ডেস্ক: এ প্রজন্মের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা তানহা মৌমাছি। পরিচালক শাহীন সুমনের 'কি দারুণ দেখতে' সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। ইতিমধ্যেই তার 'যে গল্পে ভালোবাসা নেই', 'বউ বানাবো তোকে' ও 'অনেক দামে কেনা' সিনেমা গুলো মুক্তি পেয়েছে।

ঢাকাই সিনেমার নায়িকা তানহা মৌমাছির বাবা জয়নাল আবেদীন জিনু ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত খুইয়েছেন। জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে প্রাপ্ত ভোটের ১২.৫ শতাংশের কম ভোট পাওয়ায় মৌমাছির বাবার জামানত বাজেয়াপ্ত হয়।

পাঁচবিবি পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, কোনো প্রার্থী প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই হিসাবে ওই ওয়ার্ডের কয়েকজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছেন। 

গত ২৭ তারিখে পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। জামানত বাজেয়াপ্তের তালিকায় জয়নাল আবেদীন জিনুও রয়েছেন। ৯ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৪৫৩ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে এক হাজার ৭৭২টি। 

এর মধ্যে নায়িকা তাহনা মৌমাছির বাবা জয়নাল আবেদীন জিনু (উট পাখি) পেয়েছে ১২৬ ভোট, একই ওয়ার্ডে কাওসার মন্ডল (পানির বোতল) পেয়েছেন ৫৫ ভোট, রুহুল আমিন (টেবিল ল্যাম্প) পেয়েছেন ৮৬ ভোট, আব্দুল কুদ্দাস মন্ডল (ব্ল্যাকবোর্ড) পেয়েছেন ১৭৫ ভোট এবং রেজাউল করিম আকন্দ (পাঞ্জাবি) পেয়েছেন ২১৩ ভোট। 

তাদের পাঁচজনেরই জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে। সীমানা জটিলতা মামলার কারণে দীর্ঘ সাড়ে ১১ পর বুধবার (২৭ জুলাই) পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সীমানা জটিলতা মামলার কারণে দীর্ঘ সাড়ে ১১ বছর পর বুধবার (২৭ জুলাই) পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বাবার জন্য ভোটের মাঠে বাবার জন্য ভোট চাইতে নিজ এলাকা জয়পুরহাটের পাঁচবিবিতে গিয়েছিলেন তানহা মৌমাছি। বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় বাবা জয়নাল আবেদীন জিনু মন্ডলের জন্য ভোট চেয়েছেন। এদিকে তার ভোটের মাঠে নামায় তরুণ ভোটারদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। 

প্রথম বারের মত পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী পক্ষে ভোটের প্রচারণায় দেখা গেছে তানহা মৌমাছিকে। একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন নায়িকা শুনতে কিছুটা অবাক করার মত হলেও সত্যি কারন চিত্রনায়িকা তানহা মৌমাছির বাবা জিনু মন্ডল।

চিত্রনায়িকা তানহা বলেছিলেন, আমার ছোটবেলা কেটেছে প্রিয় জন্মভুমি পাঁচবিবির মাটিতে। ছোটবেলা থেকেই যখন শিল্পকলা একাডেমিতে যেতাম তখন বাবা আমার পাশে ছিলেন। আমার পৃথিবী বলতে বাবাই আমার সব। আমি আশা করি আমার বাবা বিজয়ী হলে এলাকার উন্নয়নমূলক কাজগুলো তিনি বেশি বেশি করে করবেন।

তবে ২৭ তারিখে পাঁচবিবি পৌরসভার ৯নং ওয়ার্ডের ভোটাররা নায়িকার সেই আশা পুরণ করেননি। বিজয়ী হওয়া তো অনেক পরের কথা পৌরসভার ভোটে জামানত খোয়ালেন চিত্রনায়িকা বাবা। জয়নাল আবেদীন জিনু (উট পাখি) পেয়েছে মাত্র ১২৬ ভোট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে