শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ০৩:২১:৩৯

কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারালেন অর্পিতা মুখার্জী

কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারালেন অর্পিতা মুখার্জী

বিনোদন ডেস্ক: কলকাতার জোকা ইএসআই হাসপাতাল চত্ত্বরে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল আজ। ইডির গাড়ি থেকে নামার আগেই কান্নায় ভেঙে পড়েন পার্থ-ঘনিষ্ট অভিনেত্রী। কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে জ্ঞান হারান অর্পিতা মুখার্জী। 

তাকে সেখান থেকে নিয়ে যেতে হুইল চেয়ার নিয়ে আসা হয়। কোনও রকম তাকে সেখান থেকে হুইল চেয়ারে তুলে নিয়ে যাওয়া হয় অর্পিতাকে। পার্থ চট্টোপাধ্যায়ের সামনেই এই ঘটনা ঘটেছে।

শিক্ষাখাতে দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতার একাধিক বাড়ি–ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, গয়না। টাকা গুনতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটেছে ইডি কর্তৃপক্ষের। 

অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে যখন তোলপাড় পশ্চিমবঙ্গ রাজ্য–রাজনীতি, তখন সোশ্যাল মিডিয়ায় এই নিয়েই শুরু হয়ে গেল ঠাট্টা–তামাশা। একের পর এক মজার মিম পোস্ট হতেই হাসির রোল উঠছে নেট দুনিয়ায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে