বিনোদন ডেস্ক : দুর্দান্ত অভিনয় আর প্রতিভার ঝলক দেখিয়ে কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তার ভক্ত শুধু সাধারণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বলিউডে অন্য তারকাদের মনেও তার জন্য ভালোবাসার কমতি নেই।
তেমনি একজন বলিউডের উঠতি অভিনেত্রী জাহ্নবী কাপুর। আলিয়ার এমনি ভক্ত তিনি যে তার সঙ্গে একই ছবিতে অভিনয় করার সুযোগ পেতে মানুষ খুন করতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী জাহ্নবী কাপুর।
জাহ্নবীর নতুন ছবি ‘গুড লাক জেরি’ শুক্রবার একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। নিজের ছবিটি মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া ভাটকে নিয়ে এ কথা বলেন।
জাহ্নবী বলেন, ‘আলিয়ার সঙ্গে একই ছবিতে সুযোগ পেতে মানুষও খুন করতে পারি।’ সাক্ষাৎকারে জাহ্নবী এও জানান, আলিয়াকে নিয়মিতই নাকি তিনি ‘বিরক্ত’ করেন।
কীভাবে বিরক্ত করেন সেটিও বলেন জাহ্নবী। তিনি বলেন, ‘তাকে (আলিয়া) নিয়মিত জ্বালাই। প্রতিদিন না, তার কোনো নতুন সিনেমার ট্রেলার আসলেই হলো, জ্বালাতে থাকি। কারণ আমি তার ভীষণ অনুরাগী। মাঝেমধ্যে বুঝতেও পারি না, তাকে কতটা আগ্রাসী বার্তা পাঠাই।’
‘আমি যদি সে বার্তাগুলো পড়ে শোনাই, চিৎকারের মতো শোনাবে। উত্তরে সে (আলিয়া) লিখেছে, ধন্যবাদ বাবু। মনে হয়, সে কিছুটা রাগ করেছে।’