রবিবার, ৩১ জুলাই, ২০২২, ০২:০০:২০

দুর্দান্ত পারফর্ম করার পরও ব্যর্থ জাহ্নবীর 'গুড লাক জেরি'!

দুর্দান্ত পারফর্ম করার পরও ব্যর্থ জাহ্নবীর 'গুড লাক জেরি'!

বিনোদন ডেস্ক: ভারতের পাঞ্জাবের প্রেক্ষাপটে গল্পের সূত্রপাত। জয়া কুমারী ওরফে জেরি নিজের মা শরবতি বং বোন চেরির সঙ্গে থাকে। বিহার থেকে পাঞ্জাবে গিয়েও অর্থকষ্টে ভুগছে তাদের পরিবার। 

এই পরিস্থিতিতে জেরি জানতে পারে তার মা শরবতি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার জন্য ২৫ লাখ টাকার দরকার। টাকার জন্য সে স্থানীয় মাদক বিক্রেতা টিমির জন্য এক প্যাকেট কোকেইন স্মাগলিং করে। 

ওই বিক্রেতা তাকে মাঝেমধ্যেই মাদক সাপ্লাই করার কাজ দেয়। পরিস্থিতির চাপে পড়েই জেরি অপরাধের দুনিয়ায় প্রবেশ করেছিল। ফলে একটা পর্যায়ের পর সে ওই জগৎ থেকে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা করে। কিন্তু, স্বাধীনতার বিনিময়ে ১০০ কিলো কোকেইন স্মাগল করতে হবে তাকে! 

পরিবারকে নিরাপদে রাখার জন্য জেরি বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় কিন্তু, অপরাধী এবং পুলিশ দুই পক্ষকে টেক্কা দিতে পারবে জেরি? এই প্রশ্নকে কেন্দ্র করেই গল্পের কম্পাস ঘুরতে থাকে। ছবির প্রতিটি চরিত্রই দুর্দান্ত। 

টিমির সহকারী জিগর, জেরির প্রেমিক রিঙ্কু, কোকেইন ডিস্ট্রিবিউটর, মাদক চক্রের মাথা দলের শরবতি এবং তার প্রতিবেশী অনিল প্রত্যেকেই পরস্পরকে মাত দিয়েছে। প্রত্যেক অভিনেতা নিজের অবস্থানে দুর্দান্ত পারফর্ম করেছেন। 

জাহ্নবীও এই ছবিতে বেশ ভালো অভিনয় করেছেন। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ম্যাসাজের কাজ করার সিদ্ধান্ত নেয় তার চরিত্র কিন্তু, কখন একটি সাধারণ মেয়েকে কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে আর কখন হাসতে হবে সবটাই জানে সে। 

রক্তের বন্যা দেখে তার মাথা ঘোরে। আবার নিরাপত্তার অভাব বোধ করলে খুন করতেও পিছপা হয় না সে। জেরির পরিবার মাদকের ব্যবসায় চলে আসার কায়দা বেশ ভালো। তবে শেষের দিকে ছবির গতি খানিকটা স্লথ হয়ে গিয়েছে।

ছবির শেষ পর্যায়ের দৃশ্যগুলিও অকারণে দীর্ঘায়িত হয়েছে। গুড লাক জেরি ছবিটি দর্শককে বিনোদনের পারফেক্ট ডোজ দিতে পারত, যদি পরিচালক ছবিটিকে অযথা দীর্ঘায়িত না করতেন। শেষদিকে ছবির বুনোঠের ক্ষেত্রে সমস্যাটা চোখে বিঁধেছে। সেকারণে দুর্দান্ত পারফর্ম করার পরও ব্যর্থ জাহ্নবীর 'গুড লাক জেরি'!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে