বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০২:৪৮:৩২

শুটিংয়ে অসুস্থ আরেফিন শুভ

শুটিংয়ে অসুস্থ আরেফিন শুভ

বিনোদন ডেস্ক : ছবির শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার নায়ক আরেফিন শুভ। এতে করে ছবির কাজ বন্ধ করে দিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা গেছে, রাজধানীর মিরপুরে পুলিশ ট্রেনিং স্কুলে দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবির শুটিং। এতে অংশ নিয়েছিলেন আরেফিন শুভ।

তিনি সেখানে পুলিশের বোম্ব স্যুট পরে একটি দৃশ্যের জন্য শট দিচ্ছিলেন। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। স্যুটের ইন্টার্নাল কুলিং সিস্টেম কাজ না করায় অসুস্থ হয়ে পরেন তিনি, জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত ৪ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁ হোটেলে মহরতের মাধ্যমে শুরু হয় ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের কাজ। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ-মাহি। এদের সঙ্গে নতুন জুটি হিসেবে রয়েছেন এবিএম সুমন ও নওশাবা।

মিরপুরে মঙ্গলবার ৩৮ কেজি ওজনের বোম্ব স্যুট এবং ৫ কেজি ওজনের হেলমেট পরে ক্যামেরার সামনে দাঁড়ান আরিফিন শুভ। কিন্তু টানা কয়েকটি শর্ট দিতে গিয়ে তিনি অসুস্থতা বোধ করেন। সঙ্গে সঙ্গে ছবির কাজ বন্ধ করে শুভকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানান, ৩৮ কেজি ওজনের বোম্ব স্যুট ও ৫ কেজি ওজনের হেলমেট পরে এমনিতেই ৮-১০ মিনিটের বেশি কাজ করা যায় না। তার উপর সুট্যের কুলিং ও ভেন্টিলেশন সিস্টেমে কারিগরি ত্রুটি থাকলে, অভিজ্ঞ বোম্ব টেকদের পক্ষেও দীর্ঘক্ষণ কাজ করা সম্ভব নয়।
২০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে