সোমবার, ০১ আগস্ট, ২০২২, ০৬:০৪:২০

অর্পিতা-কান্ডে একমত পোষণ করে যা বললেন দেব-ঋতুপর্ণা

অর্পিতা-কান্ডে একমত পোষণ করে যা বললেন দেব-ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক: টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, যার গৌরব সর্বজনবিদিত। বহু শিল্পের ধারক ও বাহক। ইন্ডাস্ট্রির বিপদে ছোট-বড় সকলে মিলে টলিউডকে আগলে রেখেছে। কোনও বিচ্ছিন্ন ঘটনা কিংবা এক বা দু'জনের কোনও ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য ইন্ডাস্ট্রিকে যাতে কালিমালিপ্ত না করা হয়।

সে বিষয়ে সরব টলিউডের শিল্পী ও কলকুশলীরা। সম্প্রতি পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সুবাদে উঠে এসেছে অভিনেত্রী-মডেল অর্পিতা মুখার্জীর নাম। তার বিভিন্ন ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ও সম্পত্তি। 

এই নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। আর অভিনেত্রী হওয়ার সুবাদে টলিউডের সঙ্গে অর্পিতার যোগসূত্র ধরে অনেকেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে আঙুল তুলছেন। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ইন্ডাস্ট্রির কলাকুশলীদের ঘিরে বিভিন্ন মন্তব্য। 

তবে ইন্ডাস্ট্রির দিকে উঠে আসা এই সব অভিযোগকে প্রশ্রয় দিতে নারাজ টলিউডের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা। দীর্ঘদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অর্পিতা-কান্ডে একমত পোষণ করলেন দেব-ঋতুপর্ণা। 

ঋতুপর্ণার স্পষ্ট বক্তব্য, "টলিউডের পরিচিতি তার কাজ ও উৎকর্ষতা দিয়ে। দীর্ঘদিন ধরে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তার ভাল ভাল কাজের মধ্যে দিয়ে নিজের মাটি পোক্ত করেছে। তাই কোনও একটি বিচ্ছিন্ন ঘটনা বা একজন ব্যক্তিকে দিয়ে ইন্ডাস্ট্রিকে বিচার করা কখনই উচিত নয়।"

নায়িকা বলেন, "কারণ ব্যতিক্রম কখনই উদাহরণ হতে পারে না। ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের শিল্পী সত্তাকে তুলে ধরার একটা প্ল্যাটফর্ম। আমাদের প্রতিদিনের কাজের ক্ষেত্র। তাই ইন্ডাস্ট্রিকে আমি ভগবানের মতো দেখি।"

ঋতুপর্ণার বক্তব্য, "এত বছর ধরে কাজ করছি এবং দীর্ঘদিন ধরে বাংলা ছবির জগতে এত ভাল কাজ হয়েছে তাই ইন্ডাস্ট্রির গায়ে কখনও আমরা কোনো আঁচ আসতে দিইনি। সযত্নে আগলে রেখেছি চলচ্চিত্র জগতকে।"

ইন্ডাস্ট্রিকে নিয়ে প্রায় একই মত পোষণ করেন সুপারস্টার দেবও। সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে 'মহানায়ক' সন্মান পেয়েছেন। তার কথায়, "ইন্ডাস্ট্রি অনেক বড় এবং একদিনে তৈরি হয়নি। ১০০ বছরের ইতিহাস রয়েছে এর নেপথ্যে।" 

তিনি বলেন, "কোনও এক দু'জন ব্যক্তির জন্য, তাদের কাজকর্মের জন্য কখনওই ইন্ডাস্ট্রির গৌরব ক্ষুণ্ণ হতে পারে না। কাল আমার কোনও কাজ সকলের পছন্দ না হলে সেটার দায় একান্তই আমার ব্যক্তিগত। তার সঙ্গে ইন্ডাস্ট্রির কোন সম্পর্ক থাকতে পারে না।"

দেব বলেন, "আমার সঙ্গে ইন্ডাস্ট্রির বাকিরা, বুম্বাদা, জিৎ সকলেই সহমত হবেন। ইন্ডাস্ট্রি তার কাজের মধ্যে দিয়ে স্বমহিমায় প্রতিষ্ঠিত। বিচ্ছিন্ন কোনও ঘটনার দায় ইন্ডাস্ট্রির উপর চাপিয়ে দেওয়া অনুচিত।"

এর আগেও নানা কারণে যখনই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর ঝড় ঝাপটা এসে পড়েছে, কলাকুশলীরা প্রত্যেকে হাতে হাত রেখে সম্মিলিতভাবে মোকাবেলা করেছে। এবারও যখন ইন্ডাস্ট্রিকে কালিমা লিপ্ত করার প্রয়াস হচ্ছে তখন কিন্তু টলি পাড়ার শিল্পীরাই প্রতিবাদে সরব হচ্ছেন।

শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী ও অর্পিতা-কান্ডের পরপরই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুলেছিলেন ইন্দ্রাণী হালদার, অপরাজিতা আঢ্যরা। তারা প্রত্যেকেই বলেছিলেন যে ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের রুজি রোজগার আধার। পরম ভালোবাসার জায়গা। ইন্ডাস্ট্রিকে কালিমা লিপ্ত করলে তারা বসে থাকবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে