বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০২২, ০৯:৫৭:০৬

বিশ্রী পরিস্থিতির মুখোমুখি আলিয়া!

বিশ্রী পরিস্থিতির মুখোমুখি আলিয়া!

বিনোদন ডেস্ক : বলিউডে বছরের পর বছর ধরে, অনেক অভিনেতা-অভিনেত্রী প্রায়ই যৌ'ন হয়রানির মুখোমুখি হয়ে আসছেন। এ বিষয়ে অনেক অভিনেত্রী বিভিন্ন সময়ে সরব হয়েছেন। কেউ কেউ এরকম কুপ্রস্তাবকে এড়িয়ে গিয়েও সফল হয়েছেন, আবার কেউ কেউ এই প্রস্তাব মেনে নিয়েও প্রতিষ্ঠিত হতে পারেননি।  

এবার ইন্ডাস্ট্রিতে যৌ'নতার মতো বিশ্রী পরিস্থিতির মুখোমুখি হওয়ার বিষয়ে মুখ খুললেন হবু মা আলিয়া ভাট। স্টার কিড হয়েও যৌ'নতার শিকার হন না অভিনেত্রীরা, এই ধারণাকে মিথ্যা প্রমাণিত করলেন অভিনেত্রী।

সম্প্রতি, আলিয়া একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যে, কীভাবে তিনিও ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিকবার দুর্ব্যবহারের মুখোমুখি হয়েছিলেন। ভারতের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী অভিনেত্রী বলেছেন যে, তাঁকে অনেক ক্ষেত্রেই বিনা কারণে যৌ'নতাবাদী মন্তব্য শুনতে হয়েছে। 

আর তিনি যখন এরকম বাজে মন্তব্য শুনেছিলেন, তখন তিনি যৌ'নতা সম্পর্কে কোনো অবগত ছিলেন না, পরে সেই বিষয়ে তিনি বুঝতে পেরেছিলেন। আলিয়া বলেন, সেই কারণেই আজ তিনি বেশি স্পর্শকাতর হয়ে উঠেছেন। এবং অনেক বেশি সংবেদনশীলও তিনি এখন।

রাজি খ্যাত অভিনেত্রী বলেন, এই ইন্ডাস্ট্রিতে শ্যুটিংয়ের সময়ে অনেক নারীদের অনেককিছু গোপন করতে বলা হয়।  আলিয়াকে আসন্ন ডার্ক কমেডি ‘ডার্লিংস’-এ দেখা যাবে।এই চলচ্চিত্রটির কাহিনি প্রসঙ্গে, এই ছবিতে দেখানো হবে, একজন স্ত্রী তাঁর স্বামীকে অপহ'রণ করবে।

কারণ তিনি স্বামীর হাতে বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন, সেই প্রতিশোধ নিতেই মায়ের সাহায্য নিয়ে স্বামীকে অপহ'রণ করেছেন। ছবিটিতে আলিয়ার পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাবে, শেফালি শাহ এবং বিজয় ভার্মাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে