বিনোদন ডেস্ক : সালমান ছেড়ে দেওয়ার কারণেই বিলাসবহুল মান্নতের মালিক শাহরুখ খান। কিং খান, শুধু নামেই নয় কাজেও রয়েছে রাজকীয় চাল। একসময় সলমান খানের হেলায় হারানো মন্নতকে কিনে নিয়েছিলেন শাহরুখ। আজ মুম্বই শহরের অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে কিং খানের মন্নত।
আরব সাগরের তীরে ঘুরতে গেলে শাহরুখের মন্নত না দেখে ফেরার কোনও প্রশ্নই নেই। ভাইজান মন্নত কিনে নেওয়ার প্রস্তাব হাতছাড়া করতেই তা লুফে নেন শাহরুখ। এই আইকনিক 'সি ফেসিং' বাংলোতে একবার শাহরুখের দর্শন পেতে সেখানে হাজির হন অসংখ্য শাহরুখ ভক্তরা।
ইদের দিন বা কিং খানের জন্মদিনে মন্নতের বারান্দায় শাহরুখের হাত নাড়ার দৃশ্য প্রতিবার ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আজ কিন্তু শাহরুখ খানের প্রতিবেশী না হয়ে এই জায়গাটায় দাঁড়িয়েই হাত নাড়তে পারতেন সলমান খান।
গ্যালাক্সির বারান্দা নয়, মন্নতের বারান্দার মালিক হওয়ার সুযোগ এসেছিল ভাইজানের কাছে। তবে শেষ পর্যন্ত শাহরুখের ভাগ্যে শিকে ছিঁড়েছিল। কিন্তু, কেন এমন প্রস্তাব হাতছাড়া করেছিলেন ভাইজান? সেই কথা এক সাক্ষাৎকারে নিজের মুখে জানিয়েছিলেন রুপোলি পর্দার দাবাং খান।
একটি নিউজ পোর্টালকে একবার সাক্ষাৎকার দিতে গিয়ে সলমান বলেছিলেন, 'বিলাসবহুল মন্নত একটা সময় নিলামে বিক্রি হচ্ছিল। সেই সময়ই বাংলো কেনার প্রস্তাবটি পেয়েছিলাম। কিন্তু, সেই সময় আমি সবে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছি।
তাই সেই মুহূর্তে কেনা সম্ভব হয়নি। আমার বাবা সেলিম খানও চাইত যে আমি সাবলম্বী হই। তারপরই এই রকম একটা বাংলো কেনার ক্ষমতা তৈরি করি। সেই সময় শাহরুখ মন্নত কিনে নেয়।' বান্দ্রায় কিং খানের বাংলোর সামনে দাঁড়িয়ে তাঁর ভক্তরা ছবি তোলেন।
সাক্ষাৎকারে সলমান খান আরও একটি বিষয় মজা করে বলেন, 'এত বড় বাংলোতে শীহরুখ কী করে আমার সত্যিই জানতে ইচ্ছা করে।' কিং খানের বিলাসবহুল বাংলোতে রয়এছে ছয়টি ঘর, সদর দরজা খুললেই বিশাল একটা জায়গা।
শাহরুখ পত্নি গৌরী নিজে গোটা বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন। সব মিলিয়ে এখন মন্নতের দাম প্রায় ২০০ কোটির কাছাকাছি। মন্নতেই হাই প্রোফাইল পার্টির যাবতীয় আয়োজনও করেন মিস্টার অ্যান্ড মিসেস খান।
শাহরুখ খানের পরবর্তী ছবি পাঠানে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সলমান খান। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। পাঠান ছবিতে শাহরুখের রাফ অ্যান্ড টাফ লুকের পিছনে রয়েছে কায়িক শ্রম। কাজের প্রতি নিষ্ঠা এমনই যে চার বছর ধরে নিজেকে প্রস্তুত করে গিয়েছেন।
ইচ্ছে থাকলে যে সব সম্ভব তা ৫৬ তে প্রমাণ করলেন শাহরুখ খান। বলিউডের নিউ এজ হিরোদের রীতিমত কমপ্লেক্স দিতে পারে শাহরুখের 'পাঠান' ছবির লুক। শাহরুখকে দেখে থ হয়ে গিয়েছেন নেটনাগরিকরা। তথ্যসূত্র : এই সময়